প্রণয়ের বিরুদ্ধে স্ট্রেট গেমে জয়, প্যারিস অলিম্পিক্সের কোয়ার্টার ফাইনালে লক্ষ্য সেন

Published : Aug 01, 2024, 09:04 PM ISTUpdated : Aug 02, 2024, 01:09 PM IST
Lakshya Sen

সংক্ষিপ্ত

প্যারিস অলিম্পিক্সে ব্যাডমিন্টনে একাধিক পদকের আশায় ভারত। ডাবলসে সাত্বিকসাইরাজ-চিরাগ শেট্টি জুটি হেরে গেলেও, সিঙ্গলসে একাধিক পদকের আশা আছে।

অলিম্পিক্সে দুই ভারতীয় একে অপরের বিরুদ্ধে লড়াই করছেন, এই ঘটনা অতীতে কখনও দেখা গিয়েছে কি না কেউই মনে করতে পারছেন না। বৃহস্পতিবার প্যারিস অলিম্পিক্সে পুরুষদের ব্যাডমিন্টনের সিঙ্গলসে এই ঘটনাই দেখা গেল। প্রি-কোয়ার্টার ফাইনালে একে অপরের বিরুদ্ধে লড়াই করলেন লক্ষ্য সেন ও এইচ এস প্রণয়। এই লড়াইয়ে স্ট্রেট গেমে জয় পেলেন লক্ষ্য। ৩৯ মিনিটের লড়াইয়ে ২১-১২, ২১-৬ জয় পেলেন লক্ষ্য। প্রথমবার অলিম্পিক্সে খেলছেন ২২ বছরের এই তরুণ। প্রথমবারেই পদকের আশা জাগিয়ে তুলেছেন লক্ষ্য। কোয়ার্টার ফাইনালে জয় পেলেই পদকের কাছে পৌঁছে যাবেন উত্তরাখণ্ডের বিখ্যাত শহর আলমোড়ার ছেলে।

প্রণয়ের বিরুদ্ধে দাপুটে জয় লক্ষ্যর

প্রণয়ের বিরুদ্ধে ম্যাচের শুরু থেকেই দাপট ছিল লক্ষ্যর। তাঁকে জয় পেতে বিশেষ কসরত করতে হল না। বুধবার ভিয়েতনামের লে ডাক ফাতকে হারিয়ে প্রি-কোয়ার্টার ফাইনালের যোগ্যতা অর্জন করেন প্রণয়। সেই ম্যাচে তাঁকে রীতিমতো লড়াই করে জয় পেতে হয়। ৩ গেমেই লড়াই হয়। ফলে ক্লান্ত ছিলেন প্রণয়। তিনি গত মাসেই চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়েছিলেন। সেই রোগের বিরুদ্ধে লড়াইয়ের ধকল এখনও দূর হয়নি। অন্যদিকে, বুধবার সহজ জয় পাওয়ায় অনেক তরতাজা অবস্থায় প্রি-কোয়ার্টার ফাইনালে খেলতে নামেন লক্ষ্য। তাঁর সঙ্গে পাল্লা দিতে পারলেন না প্রণয়। প্রথম গেমে ১১-৩ এগিয়ে যাওয়ার লক্ষ্যকে আর কোনও সমস্যায় পড়তে হয়নি। তিনি প্রথমবার অলিম্পিক্সের যোগ্যতা অর্জন করেই পদক জয়ের লড়াইয়ে অনেকটা এগিয়ে গিয়েছেন।

কোয়ার্টার ফাইনালে কঠিন লড়াই লক্ষ্যর

কোয়ার্টার ফাইনালে চিনা তাইপেইয়ের চোউ তিয়েন চেনের বিরুদ্ধে লড়াই করবেন লক্ষ্য। ৩৪ বছরের এই প্রতিপক্ষের বিরুদ্ধে ৪ বার খেলে ৩ বার হেরে গিয়েছেন লক্ষ্য। ২০২৩ সালে সিঙ্গাপুর ওপেনে শেষবার এই দুই খেলোয়াড় মুখোমুখি হন। সেই লড়াইয়ে জয় পান চোউ। ফলে কোয়ার্টার ফাইনালে লক্ষ্যর লড়াই অত্যন্ত কঠিন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

পদক জয়ের স্বপ্ন শেষ, প্যারিস অলিম্পিক্স থেকে বিদায় বিশ্বচ্যাম্পিয়ন নিখাত জারিনের

আশা জাগিয়েও স্বপ্নভঙ্গ, অলিম্পিক্সের কোয়ার্টার ফাইনালে হার সাত্বিক-চিরাগের

প্যারিস অলিম্পিক্সে শ্যুটিংয়ে স্বপ্নিল কুশালের ইতিহাস, তৃতীয় পদক ভারতের

PREV
click me!

Recommended Stories

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম টি-২০: হার্দিক পান্ডিয়ার ঝোড়ো অর্ধশতরান, কটকে লড়াইয়ে ভারত
আইপিএল ২০২৬: দুবাইয়ে পিকলবল খেললেন, আগের মতোই ফিট হয়ে উঠেছেন ধোনি