সংক্ষিপ্ত

প্যারিস অলিম্পিক্সে কুস্তিতে পদক জিততে পারেননি ভারতীয় কুস্তিগীররা। এরই মধ্যে বিড়ম্বনা বেড়েছে। ভিনেশ ফোগট যেমন বাতিল হয়ে গিয়েছেন, তেমনই বোনের জন্য লজ্জায় পড়েছেন অন্তিম পাংহাল।

নিয়ম অনুযায়ী, খেলোয়াড়, কোচ, সাপোর্ট স্টাফ, কর্তা বা কর্মী ছাড়া কেউ অলিম্পিক্স গেমস ভিলেজে প্রবেশ করতে পারেন না। কিন্তু কুস্তিগীর অন্তিম পাংহালের অ্যাক্রিডিয়েশন কার্ড নিয়ে নিরাপত্তারক্ষীদের চোখকে ফাঁকি দিয়ে গেমস ভিলেজে অনুপ্রবেশের চেষ্টা করেন তাঁর বোন নিশা পাংহাল। তাঁর এই অপচেষ্টা সফল হয়নি। নিশাকে ধরে ফেলেন নিরাপত্তারক্ষীরা। অলিম্পিক্সের নিয়ম লঙ্ঘন করায় অন্তিমের বোনকে আটকও করে প্যারিসের পুলিশ। পরে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের কর্তাদের হস্তক্ষেপে নিশাকে ছেড়ে দেয় পুলিশ। তবে অন্তিমের অ্যাক্রিডিয়েশন কার্ড বাতিল করে দেওয়া হয়েছে। তাঁকে ভাই, বোন ও কোচের সঙ্গে প্যারিস ছাড়ার নির্দেশও দেওয়া হয়েছে। বোনের এই কাণ্ডের জন্য গেমস ভিলেজ তো বটেই, প্যারিস থেকেই বিতাড়িত হতে হল অন্তিমকে। এই ঘটনায় লজ্জায় পড়েছে ভারতীয় শিবির।

বোনের কুকীর্তির পিছনে অন্তিমই!

বুধবার প্যারিস অলিম্পিক্সে কুস্তিতে মহিলাদের ৫৩ কেজি বিভাগের প্রি-কোয়ার্টার ফাইনালে হেরে বিদায় নেন অন্তিম। তিনি প্রথম রাউন্ডেই হেরে যান। কোনও লড়াই করতে পারেননি এই ভারতীয় কুস্তিগীর। তাঁর বিপক্ষে ম্যাচের ফল ০-১০। হেরে যাওয়ার পর ব্যক্তিগত কোচ ও অনুশীলনের সঙ্গীর সঙ্গে দেখা করতে যান অন্তিম। তিনি বোনকে নিজের অ্যাক্রিডিয়েশন কার্ড দিয়ে গেমস ভিলেজে নির্দিষ্ট ঘরে গিয়ে জিনিসপত্র নিয়ে আসতে বলেন। সেটা করতে গিয়েই ধরা পড়েন নিশা। এর ফল ভুগতে হল অন্তিমকেও।

লজ্জার অলিম্পিক্স অন্তিমের

২ বার জুনিয়র ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জিতেছেন অন্তিম। সিনিয়র পর্যায়ে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেছেন এই কুস্তিগীর। ফলে তিনি অলিম্পিক্সেও পদক জিতবেন বলে আশায় ছিল সারা দেশ। কিন্তু হতাশ করলেন এই কুস্তিগীর। প্যারিস অলিম্পিক্স থেকে ছিটকে যাওয়ার পর তিনি যে কাণ্ড ঘটালেন, তাতে ভারতের লজ্জা বাড়ল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

দুর্দান্ত লড়াই করেও চতুর্থ, প্যারিস অলিম্পিক্সে পদক হারালেন মীরাবাই চানু

রুপো পাবেন ভিনেশ ফোগট? কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টসের সিদ্ধান্তের দিকে তাকিয়ে ভারত

পদক হারানো ভিনেশ ফোগটকে সম্মান জানানোর জন্য অভিনব প্রস্তাব অভিষেকের, মানবে সরকার?