সংক্ষিপ্ত
প্যারিস অলিম্পিক্স চলাকালীন একাধিক অনৈতিক ঘটনার সঙ্গে বিভিন্ন দেশের অ্যাথলিটদের নাম জড়িয়ে পড়েছে। তবে মিশরের কুস্তিগীর মহম্মদ এলসায়েদ যে কাণ্ড ঘটালেন, তা নজিরবিহীন।
ফ্রান্সের রাজধানী প্যারিসে এক ক্যাফেতে এক মহিলার যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার হলেন মিশরের কুস্তিগীর মহম্মদ এলসায়েদ। প্যারিসের বিচার বিভাগের পক্ষ থেকে এই খবর জানানো হয়েছে। এই কুস্তিগীর ওই ক্যাফেতে থাকা এক মহিলাকে পিছন থেকে জাপটে ধরেন বলে অভিযোগ। এই অভিযোগের ভিত্তিতেই তাঁকে গ্রেফতার করা হয়েছে। মিশরের কুস্তিগীরকে গ্রেফতার করার পর তদন্ত শুরু করেছে পুলিশ। মিশরের অলিম্পিক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এলসায়েদের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগের শুনানি হবে। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রমাণিত হলে আজীবন প্রতিযোগিতামূলক কুস্তি থেকে নির্বাসিত করা হতে পারে। মিশরের অলিম্পিক কমিটি আরও জানানো হয়েছে, এলসায়েদ তাঁর নিজের বিভাগে শেষ লড়াই দেখতে যাওয়ার অনুমতি চেয়েছিলেন। তাঁকে সেই অনুমতি দেওয়া হয়। কিন্তু এরপর মিশরের প্রতিনিধিদের সদর দফতরে আর ফেরেননি এই কুস্তিগীর। তাঁর মোবাইল ফোনও বন্ধ হয়ে যায়।
টোকিও অলিম্পিক্সে পদকজয়ী এলসায়েদ
১৯৯৮ সালের ১৬ মার্চ জন্ম হয় এলসায়েদের। তিনি গ্রেকো-রোমান কুস্তিতে লড়াই করেন। ২০২০ সালে টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জ জেতেন মিশরের এই কুস্তিগীর। আরও অনেক সাফল্য পেয়েছেন এই কুস্তিগীর। আফ্রিকান রেসলিং চ্যাম্পিয়নশিপ, আফ্রিকান গেমস, মিলিটারি ওয়ার্ল্ড গেমসেও পদক জিতেছেন এলসায়েদ। কিন্তু এবার যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার হওয়ার ফলে এই কুস্তিগীরের কেরিয়ার শেষ হয়ে যেতে পারে।
মাঠের বাইরের ঘটনায় বিপাকে এলসায়েদ
গত এক দশকে মিশরের অন্যতম সফল কুস্তিগীর এলসায়েদ। তিনি অত্যন্ত জনপ্রিয়। কিন্তু এবার গ্রেফতার হওয়ায় তাঁর ভাবমূর্তির ক্ষতি হল। এই ক্রীড়াবিদের কী শাস্তি হবে, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। তবে এই কুস্তিগীরের পক্ষে হয়তো আর কোনও প্রতিযোগিতায় যোগ দেওয়া সম্ভব হবে না।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
দীর্ঘদিন ধরে ভোগাচ্ছে কুঁচকির চোট, প্যারিস অলিম্পিক্সের পরেই অস্ত্রোপচার করাতে পারেন নীরজ চোপড়া
পুরুষদের কুস্তিতে আমন সেহরাওয়াতের ব্রোঞ্জ, প্যারিস অলিম্পিক্সে ভারতের ষষ্ঠ পদক
প্যারিস অলিম্পিক্সের সমাপ্তি অনুষ্ঠানে জাতীয় পতাকা বহনের সম্মান মনু-শ্রীজেশের