১০০ গ্রাম ওজন বেশি হয়ে যাওয়ায় প্যারিস অলিম্পিক্সে নিশ্চিত পদক হারিয়েছেন ভারতের অন্যতম সেরা কুস্তিগীর ভিনেশ ফোগট। কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টসে ভিনেশের আর্জি বাতিল হয়ে গিয়েছে।
কোনও বাক্য নয়, ছবির মাধ্যমেই সব বুঝিয়ে দিলেন ভিনেশ ফোগট। সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে তিনি যে ছবি শেয়ার করেছেন, সেই ছবিতে দেখা যাচ্ছে, কুস্তির রিংয়ে বিধ্বস্ত, ক্লান্ত অবস্থায় শুয়ে পড়েছেন ভিনেশ। তাঁর দুই হাত দিয়ে চোখ ঢাকা। প্রণামের ভঙ্গিতে রয়েছে হাত। এই ছবি দেখেই ভিনেশের মনের ভাব স্পষ্ট। প্যারিস অলিম্পিক্সে মহিলাদের ৫০ কেজি বিভাগের কুস্তির ফাইনালে পৌঁছে গিয়েও নিশ্চিত পদক হারানোয় হতাশ ভিনেশ। তাঁর পাশাপাশি সারা ভারতের ক্রীড়াপ্রেমীরাও অত্যন্ত হতাশ। সবারই আশা ছিল, কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টসে ভিনেশ যে আবেদন করেছিলেন, সেটা তাঁর পক্ষে যাবে। কিন্তু এই কুস্তিগীরের পক্ষে রায় দেওয়া হয়নি। এই কারণেই তিনি হতাশ।
১০০ গ্রাম বেশি ওজনের জন্য বাতিল ভিনেশ
প্যারিস অলিম্পিক্সে মহিলাদের কুস্তির ৫০ কেজি বিভাগের ফাইনালের আগে ওজন মাপার সময় বাতিল হয়ে যান ভিনেশ। নির্ধারিত ওজনের চেয়ে তাঁর মাত্র ১০০ গ্রাম বেশি ওজন ছিল। এই কারণেই পদক হারাতে হয় এই কুস্তিগীরকে। তিনি কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টসে আবেদন করেন, ফাইনালের আগে পর্যন্ত যেহেতু তাঁর ওজন নিয়ে সমস্যা ছিল না, এই কারণে তাঁকে যুগ্মভাবে রুপো দেওয়া হোক। কিন্তু সেই আবেদন গ্রাহ্য হল না। ফলে প্যারিস অলিম্পিক্সে ভারতের সপ্তম পদক এল না।
ভিনেশ বাতিল হওয়ার পর বদলাচ্ছে কুস্তির ওজন সংক্রান্ত নিয়ম
ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং সূত্রে জানা গিয়েছে, অলিম্পিক্সে কুস্তিতে ওজন সংক্রান্ত নিয়মে বদল আসতে পারে। নিয়ম হয়তো পুরোপুরি বদলে যাবে না। তবে নিয়মে কিছু সংশোধন করা হতে পারে। অলিম্পিক্সে যাতে আর ওজন সংক্রান্ত বিতর্ক তৈরি না হয়, সেটা নিশ্চিত করতে চাইছে ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
Olympics 2024: রুপো পাচ্ছেন না ভিনেশ ফোগাট, আন্তর্জাতিক ক্রীড়া আদালতে খারিজ আবেদন
ভিনেশ ফোগট বাতিল হওয়ার পর আন্তর্জাতিক কুস্তিতে ওজন সংক্রান্ত নিয়মে বদল আসছে?
'আর লড়াইয়ের ক্ষমতা নেই' ক্ষমা চেয়ে অবসর ঘোষণা ভিনেশ ফোগাটের, বোমা ফাটালেন শশী থারুর