সংক্ষিপ্ত
স্বপ্নভঙ্গ ভারতের (India)। আন্তর্জাতিক ক্রীড়া আদালতে খারিজ ভিনেশ ফোগাটের (Vinesh Phogat) আবেদন।
স্বপ্নভঙ্গ ভারতের (India)। আন্তর্জাতিক ক্রীড়া আদালতে খারিজ ভিনেশ ফোগাটের (Vinesh Phogat) আবেদন।
প্যারিস অলিম্পিক্স (Paris Olympics 2024) থেকে রুপোর পদক জিততে পারলেন না এই ভারতীয় তারকা। উল্লেখ্য, আগামী শুক্রবার অর্থাৎ ১৬ অগাস্ট ভিনেশের বিষয়ে রায় ঘোষণা করার কথা ছিল আন্তর্জাতিক ক্রীড়া আদালতের। কিন্তু বুধবারই তারা বাতিল করে দেয় ভিনেশের আবেদন।
বুধবার, ক্রীড়া আদালতের তরফ থেকে জানানো হয়েছে, রুপোর পদকের জন্য ভারতীয় কুস্তিগির ভিনেশ ফোগাটের আবেদন বাতিল করা হল। অলিম্পিক্স কুস্তিতে পদক দেওয়ার জন্য যে নিয়ম আগে থেকে কার্যকর ছিল, সেই নিয়মই বহাল রাখা হচ্ছে।
ভিনেশ এবং ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনকে মানতে হবে সেই নিয়ম। অর্থাৎ, ৫০ কেজি ফ্রিস্টাইল কুস্তির ফাইনালে উঠলেও ডিসকোয়ালফাই হন ভারতীয় তারকা ভিনেশ ফোগাট। অলিম্পিক্সের এই বিভাগের সকল প্রতিযোগীর মধ্যে তিনি থাকবেন সবার শেষে।
উল্লেখ্য, অলিম্পিক্স ফাইনাল থেকে ডিসকোয়ালিফাই হওয়ার পরেই ক্রীড়া আদালতের কাছে আবেদন জানান ভিনেশ। সেখানে তাঁর আর্জি ছিল যে, যেহেতু নিয়ম মেনে তিনি ফাইনালে উঠেছেন তাই অন্তত রুপোর পদক তাঁকে দেওয়া হোক। এমনকি এই তারকা কুস্তিগিরের হয়ে সওয়াল করেন বিখ্যাত আইনজীবী হরিশ সালভ। কিন্তু না, শেষপর্যন্ত রুপোর পদক আর পাওয়া হল না।
প্যারিস অলিম্পিক্স (Paris Olympics 2024) থেকে রুপোর পদক জিততে পারলেন না তিনি। বারবার রায়দান পিছিয়ে গেলেও, বুধবার হটাৎই রায় ঘোষণা করে দেয় আন্তর্জাতিক ক্রীড়া আদালত। তারা পরিষ্কার বাতিল করে দেয় ভিনেশের আবেদন।
কারণ, অলিম্পিক্স কুস্তিতে পদক দেওয়ার জন্য যে নিয়ম আগে থেকে বলবৎ ছিল, সেই নিয়মই বহাল রাখছে তারা। তাই রুপো পাচ্ছেন না ভিনেশ।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।