বৃহস্পতিবার মহাবীর ফোগট জানিয়েছিলেন, তিনি ভিনেশ ফোগটকে অবসরের সিদ্ধান্ত বদল করতে বলবেন। এরপর শুক্রবারই অবসরের সিদ্ধান্ত বদল করার ইঙ্গিত দিলেন ভিনেশ।
ভিনেশ ফোগট কি অবসরের সিদ্ধান্ত বদল করবেন? এই কুস্তিগীরের ভবিষ্যৎ অনিশ্চিত হলেও, পেশাদার কুস্তিতে প্রত্যাবর্তনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সোশ্যাল মিডিয়া পোস্টে কেরিয়ারের শুরু থেকে এখনও পর্যন্ত যাত্রার বিষয়ে আবেগঘন বার্তা দিয়েছেন ভিনেশ। তিনি বাবা-মা, পরিবার, শুভানুধ্যায়ী, অনুরাগীদের ধন্যবাদ জানিয়েছেন। বাবার মৃত্যুর পর মায়ের স্বপ্নপূরণের কথাও লিখেছেন ভিনেশ। একইসঙ্গে তিনি পেশাদার কুস্তিতে পরিকল্পনার কথাও জানিয়েছেন। ভিনেশ লিখেছেন, ‘পরিস্থিতি যদি অন্যরকম হত, তাহলে আমি হয়তো ২০৩২ সাল পর্যন্ত খেলতে পারতাম। কারণ, আমার মধ্যে লড়াই ও কুস্তি চিরকাল থেকে যাবে। ভবিষ্যতে আমার সঙ্গে কী হতে চলেছে, সে বিষয়ে কোনও ভবিষ্যদ্বাণী করতে পারব না। এরপর আমার জন্য কী অপেক্ষা করছে জানি না। তবে আমি নিশ্চিত, যা বিশ্বাস করি এবং যা ঠিক, তার জন্য আমি লড়াই চালিয়ে যাব।’
লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সে খেলবেন ভিনেশ?
প্যারিস অলিম্পিক্সে মহিলাদের কুস্তির ৫০ কেজি বিভাগের ফাইনালে পৌঁছে যান ভিনেশ। কিন্তু ফাইনালের আগে তাঁর ওজন মাত্র ১০০ গ্রাম বেশি থাকায় বাতিল হয়ে যান। ফাইনালে লড়াই করতে না পারায় নিশ্চিত পদক হারান ভিনেশ। তিনি কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টসের দ্বারস্থ হয়েছিলেন। কিন্তু তাঁর পক্ষে রায় দেওয়া হয়নি। ফলে এবারের অলিম্পিক্সে অসাধারণ লড়াই করেও পদক পেলেন না ভিনেশ। এই কুস্তিগীর আন্তর্জাতিক প্রতিযোগিতায় অনেক সাফল্য পেলেও, এখনও অলিম্পিক্সে পদক জিততে পারেননি। অবসরের সিদ্ধান্ত বদল করে কি ২০২৮ সালে লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সে ফের লড়াই করবেন ভিনেশ?
ভিনেশের পাশে সারা দেশ
শনিবার বাড়ি ফিরছেন ভিনেশ। তাঁকে অলিম্পিক্সে সোনাজয়ীর মতোই স্বাগত জানাতে তৈরি পরিবার। সারা দেশ এই কুস্তিগীরের লড়াইকে কুর্ণিশ জানাচ্ছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
Olympics 2024: রুপো পাচ্ছেন না ভিনেশ ফোগাট, আন্তর্জাতিক ক্রীড়া আদালতে খারিজ আবেদন
ভিনেশ ফোগট বাতিল হওয়ার পর আন্তর্জাতিক কুস্তিতে ওজন সংক্রান্ত নিয়মে বদল আসছে?
'আর লড়াইয়ের ক্ষমতা নেই' ক্ষমা চেয়ে অবসর ঘোষণা ভিনেশ ফোগাটের, বোমা ফাটালেন শশী থারুর