প্যারালিম্পিক্সে অসাধারণ লড়াই, বিশ্বরেকর্ড গড়েও ধরে রাখতে পারলেন না শীতল দেবী

টোকিও প্যারালিম্পিক্সে দুর্দান্ত পারফরম্যান্স দেখান ভারতের প্যারা অ্যাথলিটরা। এবার প্যারিস প্যারালিম্পিক্সে তার চেয়েও ভালো ফলের লক্ষ্যে সুমিত আন্টিলরা।

Soumya Gangully | Published : Aug 29, 2024 2:52 PM IST / Updated: Aug 29 2024, 09:35 PM IST

দুই হাতই নেই। কাঁধ, মুখের সাহায্যে তীর ছোড়েন। তাতেই বাজিমাত করেন ভারতের অন্যতম সেরা প্যারা আর্চার শীতল দেবী। বৃহস্পতিবার প্যারিস প্যারালিম্পিক্সের প্রথম দিন মহিলাদের ব্যক্তিগত কম্পাউন্ড ইভেন্টে অসাধারণ পারফরম্যান্স দেখান শীতল। তিনি ৭০৩ পয়েন্ট নিয়ে নতুন বিশ্বরেকর্ডও গড়েন। যদিও তিনি সেই বিশ্বরেকর্ড ধরে রাখতে পারেননি। শীতলের বিশ্বরেকর্ড ভেঙে দিয়ে নতুন রেকর্ড গড়লেন তুরস্কের প্যারা আর্চার ওজনুর কিওর। তিনি এদিন কোয়ালিফিকেশন রাউন্ডে শেষ শটে বাজিমাত করেন। ৭০৪ পয়েন্ট নিয়ে নতুন বিশ্বরেকর্ড গড়লেন তুরস্কের প্যারা আর্চার। তিনি কোয়ালিফিকেশন রাউন্ডে শীর্ষে থাকেন। দ্বিতীয় স্থানে থাকেন শীতল। তিনি বিশ্বরেকর্ড হারালেও, ব্যক্তিগত সেরা পারফরম্যান্স দেখালেন।

একই দিনে জোড়া বিশ্বরেকর্ড

Latest Videos

এর আগে প্যারালিম্পিক্সে মহিলাদের ব্যক্তিগত কম্পাউন্ড ইভেন্টে রেকর্ড ছিল ব্রিটিশ প্যারা আর্চার জেসিকা স্ট্রেটনের দখলে। তিনি ৬৯৪ পয়েন্ট নিয়ে রেকর্ড গড়েছিলেন। এই ইভেন্টে বিশ্বরেকর্ড গড়েছিলেন ব্রিটিশ প্যারা আর্চার ফোব প্যাটারসন। তিনি ৬৯৮ পয়েন্ট নিয়ে রেকর্ড গড়েন। বৃহস্পতিবার প্রথমবার এই ইভেন্টে কেউ ৭০০ পয়েন্ট পেলেন। একই দিনে নতুন বিশ্বরেকর্ড হল, আবার সেই রেকর্ড ভেঙেও গেল।

শীতলের অসাধারণ লড়াই

বৃহস্পতিবার শুরু থেকেই অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছিলেন শীতল। তিনি প্রথম দুই তীরন্দাজের মধ্যে ছিলেন। ধারাবাহিকতা দেখিয়ে কিওর ও ব্রাজিলের প্যারা আর্চার কার্লা গগলেক পিছনে ফেলে শীর্ষে পৌঁছে যান শীতল। কিন্তু শেষ শটে বাজিমাত করেন তুরস্কের প্যারা আর্চার। শেষ শটে ৯ পয়েন্ট পান শীতল। এর ফলে তাঁকে ছাপিয়ে যাওয়ার সুযোগ পান কিওর। তবে বিশ্বরেকর্ড ধরে রাখতে না পারলেও, শীতলের লড়াই স্মরণীয় হয়ে থাকল। এই পারফরম্যান্স বজায় রাখতে পারলে পদক জিততে পারেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

মশাল হাতে জ্যাকি চ্যান, প্যারালিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকাবাহক সুমিত-ভাগ্যশ্রী

'১৪০ কোটি ভারতীয় সাফল্যের জন্য শুভেচ্ছা জানাচ্ছেন,' প্যারালিম্পিয়ানদের বার্তা প্রধানমন্ত্রীর

'খেলায় সাহায্য করতে বদ্ধপরিকর সরকার,' জাতীয় ক্রীড়া দিবসে বার্তা প্রধানমন্ত্রীর

Share this article
click me!

Latest Videos

'বন্যা প্রতিরোধে কী কী কাজ করেছেন ডকুমেন্টস দেখান' মমতাকে তোপ শুভেন্দু অধিকারীর | West Bengal Flood
'স্বাস্থ্য মন্ত্রী সহ পুরো দফতর এবার জেলে যাবে' বিস্ফোরক শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari News
সম্পর্ক রাখবো না! DVC'র জলে বাংলা কেন ডুববে? আমরা কৈফিয়ৎ চাই : মমতা | West Bengal Flood |
পুলিশ কমিশনারের নাম কী কুণাল ঘোষ না তৃণমূলের নাম পুলিশ? কলতানের জামিন হতেই প্রশ্ন Minakshi-র
'উৎসব সেদিনই হবে যেদিন তিলোত্তমার দোষীরা শাস্তি পাবে'- Suvendu Adhikari | Durga Puja 2024