সংক্ষিপ্ত

বুধবার ভারতীয় সময় অনুযায়ী রাতে প্যারিস প্যারালিম্পিক্সের উদ্বোধন হয়ে গেল। এবারের প্যারালিম্পিক্সে টোকিও প্যারালিম্পিক্সের চেয়েও ভালো ফলের আশায় ভারত।

প্যারিস প্যারালিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতীয় দলকে নেতৃত্ব দিলেন সুমিত আন্টিল ও ভাগ্যশ্রী যাদব। পুরুষদের এফ ৬৪ জ্যাভলিন থ্রোয়ে বিশ্বরেকর্ডের অধিকারী সুমিত। শট পাটে দুর্দান্ত সাফল্য পেয়েছেন ভাগ্যশ্রী। তাঁরা এবারও ভালো পারফরম্যান্সের ব্যাপারে আত্মবিশ্বাসী। বুধবার রাতে প্যারিস প্যারালিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠানে সুমিত ও অন্যান্য ভারতীয় পুরুষ প্যারা অ্যাথলিটরা সাদা পাজামা, কুর্তা ও ত্রিবর্ণরঞ্জিত ব্লেজার পরেন। ভারতের মহিলা প্যারা অ্যাথলিটরা শাড়ি পরেন। টোকিও প্যারালিম্পিক্সে ১৯ পদক পেয়েছিল ভারত। এবার সোনার সংখ্যা দুই অঙ্কে নিয়ে যাওয়াই ভারতীয় প্যারা অ্যাথলিটদের লক্ষ্য। অন্তত ২৫ পদকের লক্ষ্যে ভারতের প্যারা অ্যাথলিটরা।

উদ্বোধনী অনুষ্ঠানে জ্যাকি চ্যান

বুধবার রাতে প্যারিস প্যারালিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিলেন বিশ্ববিখ্যাত চলচ্চিত্র তারকা জ্যাকি চ্যান। তিনি প্যারালিম্পিক্সের মশাল বহন করেন। প্যারিস প্যারালিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠান দেখার জন্য বহু মানুষ হাজির হয়েছিলেন। তাঁরা জ্যাকি চ্যানকে মশাল হাতে দেখে উচ্ছ্বসিত হয়ে ওঠেন। এই চলচ্চিত্র তারকা অনুরাগীদের আবদারে সাড়া দিয়ে তাঁদের সঙ্গে সেলফি, ছবি তোলেন। প্যারিস প্যারালিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করেন জ্যাকি চ্যান। তিন ঘণ্টা ধরে উদ্বোধনী অনুষ্ঠান চলে। জ্যাকি চ্যানের এখন বয়স ৭০ বছর। কিন্তু এই মার্শাল আর্ট কিংবদন্তি এখনও যথেষ্ট ফিট। তিনি দীর্ঘদিন ধরে অলিম্পিক ও প্যারালিম্পিক আন্দোলনের পক্ষে সওয়াল করে চলেছেন।

 

 

তারকাখচিত উদ্বোধনী অনুষ্ঠান

প্যারিস প্যারালিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠানে জ্যাকি চ্যানের পাশাপাশি ছিলেন ফরাসি অভিনেত্রী এলসা জিলবারস্টাইন, নৃত্যশিল্পী বেঞ্জামিন মিলেপিড, র‍্যাপার জর্জিও। প্যারিসের রাস্তায় ১২টি মশাল বহন করেন তারকারা। আলোকিত হয়ে ওঠে প্যারিস সিটি হল। কিছুদিন আগেই প্যারিস অলিম্পিক্স হয়ে গিয়েছে। এবার এই শহরেই হচ্ছে প্যারালিম্পিক্স।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

'১৪০ কোটি ভারতীয় সাফল্যের জন্য শুভেচ্ছা জানাচ্ছেন,' প্যারালিম্পিয়ানদের বার্তা প্রধানমন্ত্রীর

বুধবার শুরু প্যারালিম্পিক্স, কঠোর প্রস্তুতিতে ব্যস্ত ভারতের প্যারা অ্যাথলিটরা

'২০৩৬ সালে অলিম্পিক্স আয়োজন ভারতের স্বপ্ন,' স্বাধীনতা দিবসে বার্তা প্রধানমন্ত্রীর