গ্র্যান্ড স্ল্যাম থেকে বিদায় নিলেন সানিয়া মির্জা: ময়দানের ৭ চক্কর

দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ খেলছে ভারতীয় দল। এরপর শুরু হবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ।

Web Desk - ANB | Published : Jan 29, 2023 1:00 AM IST / Updated: Jan 29 2023, 07:11 AM IST

অবসরের পথে সানিয়া মির্জা

৪২ বছর বয়সি রোহন বোপান্নাকে সঙ্গী করে অস্ট্রেলিয়ান ওপেনে মিক্সড ডাবলসে রানার আপ হলেন সানিয়া মির্জা। ফাইনালে ব্রাজিলের লুইজা স্টেফানি ও রাফায়েল ম্যাতোসের কাছে স্ট্রেট সেটে হেরে গেলেন সানিয়ারা। তাঁদের বিপক্ষে ম্যাচের ফল ৬ (২)-৭ (৭), ২-৬। এবারের অস্ট্রেলিয়ান ওপেনই সানিয়ার কেরিয়ারের শেষ গ্র্যান্ড স্ল্যাম ছিল। মেলবোর্নে অস্ট্রেলিয়ান ওপেন ফাইনাল দেখতে গিয়েছিলেন সানিয়ার বাবা-মা ও ছেলে। তাঁদের সামনে গ্র্যান্ড স্ল্যামে নিজের শেষ ম্যাচ খেলতে নেমে রানার আপ হলেন হায়দরাবাদের টেনিস-সুন্দরী। ফাইনাল ম্যাচ শেষ হওয়ার পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সময় আবেগে কেঁদে ফেলেন সানিয়া। ৬ বার গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন হয়েই থামতে হল ভারতীয় মহিলা টেনিসের ইতিহাসে সফলতম খেলোয়াড়কে। আগামী মাসে দুবাই টেনিস চ্যাম্পিয়নশিপই সানিয়ার কেরিয়ারের শেষ টুর্নামেন্ট। দুবাইয়ে খেলেই পেশাদার টেনিসকে বিদায় জানাতে চলেছেন সানিয়া। তাঁর অবসরে ভারতীয় টেনিসের ইতিহাসে এক বর্ণময় অধ্যায়ের অবসান হচ্ছে।

বিস্তারিত দেখুন-

নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ ভারতের

দেশের মাটিতে ওডিআই সিরিজে নিউজিল্যান্ডকে ৩-০ হারিয়ে দিলেন রোহিত শর্মা, শুবমান গিলরা। এর আগে শ্রীলঙ্কাকেও হোয়াইটওয়াশ করে ভারতীয় দল। পরপর ২ সিরিজ ৩-০ ফলে জিতে ওডিআই র‍্যাঙ্কিংয়ের শীর্ষে পৌঁছে গেল ভারত। এরপর শুরু হয়েছে টি-২০ সিরিজ।

বিস্তারিত দেখুন-

বিয়ে করলেন কে এল রাহুল, অক্ষর প্যাটেল

বলিউড অভিনেত্রী আথিয়া শেট্টিকে বিয়ে করলেন ভারতীয় ক্রিকেট দলের তারকা ব্যাটার কে এল রাহুল। মহারাষ্ট্রের খান্ডালায় আথিয়ার বাবা বলিউড তারকা সুনীল শেট্টির খামার বাড়িতে বসে বিয়ের আসর। রাহুলের পরেই বিয়ে করলেন জাতীয় দলে তাঁর সতীর্থ অক্ষর প্যাটেলও। বান্ধবী মেহা প্যাটেলকে বিয়ে করলেন অক্ষর।

বিস্তারিত দেখুন-

মহিলাদের অনূর্ধ্ব-১৯ টি-২০ বিশ্বকাপ

প্রথমবার মহিলাদের অনূর্ধ্ব-১৯ টি-২০ বিশ্বকাপ সেমি ফাইনালে নিউজিল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে ফাইনালে পৌঁছে গেল ভারতীয় দল। রবিবার ফাইনালে শেফালি ভার্মা, শ্বেতা সেহরাওয়াত, রিচা ঘোষদের সামনে ইংল্যান্ড। অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে পৌঁছে গিয়েছে ইংল্যান্ড।

বিস্তারিত দেখুন-

২০২৪ কোপা আমেরিকা

আগামী বছর কোপা আমেরিকা হবে মার্কিন যুক্তরাষ্ট্রে। কনমেবল ও কনকাকাফ যৌথভাবে এই প্রতিযোগিতা আয়োজন করবে। কনকাকাফ অঞ্চলের ৬টি দলকে কোপা আমেরিকায় আমন্ত্রণ জানানো হবে। ২০২১ সালে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা।

বিস্তারিত দেখুন-

উয়েফা সুপার কাপ

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জেরে রাশিয়ার কাজান শহরে উয়েফা সুপার কাপ হচ্ছে না। উয়েফার পক্ষ থেকে এ কথা জানিয়ে দেওয়া হয়েছে। কাজান থেকে গ্রিসের রাজধানী এথেন্সের জিওর্জিওস কারাইস্কাকিজ স্টেডিয়ামে সরিয়ে নিয়ে যাওয়া হল উয়েফা সুপার কাপ।

বিস্তারিত দেখুন-

উঠল ইস্টবেঙ্গলের ট্রান্সফার ব্যান

ইরানের ফুটবলার ওমিদ সিংকে চুক্তি অনুযায়ী অর্থ না দেওয়ায় ইস্টবেঙ্গলের উপর ট্রান্সফার ব্যান জারি করেছিল ফিফা। তবে ওমিদের বকেয়া অর্থ মিটিয়ে দেওয়ায় সেই ট্রান্সফার ব্যান তুলে নিল ফিফা। এরপরেই ইংল্যান্ডের স্ট্রাইকার জেক জার্ভিসকে সই করাল ইস্টবেঙ্গল।

বিস্তারিত দেখুন-

Read more Articles on
Share this article
click me!