কেরিয়ার কি জিনিসি তা বোঝার সময় এখনও হয়নি তার। হয়তো সখের বসেই টেনিস ব়্যাকেট হাতে নিয়েছিল ওই ক্ষুদে। টেনিসের প্রতি ভাললাগাও হতেই পারে। কিন্তু টেনিস ব়্যাকেট হাতে নেওয়ার সঙ্গে সঙ্গেই ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জার আশীবার্দ পেয়ে যাওয়া যেন, মেঘ না চাইতেই জল। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়ে উঠেছে ওই শিশুর ছবি। বয়স সর্ব সাকুল্যে আড়াই কি তিন হবে। টুইটারে ভাস্কর চন্দ্র নামে এক ইউজার একটি বাচ্চা মেয়ের ছবি পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে, সে এক হাতে টেনিস র্যাকেট আর অন্য হাতে বল নিয়ে টেনিস কোর্টে দাঁড়িয়ে আছে। ছবির সঙ্গে পোস্টে ভাস্কর লিখেছেন, “এই শিশুটি আমার ভাইঝি, ঈশিতা। সে লন টেনিস শেখার চেষ্টা করছে। সানিয়া মির্জা একে আশীর্বাদ করুন”।
ভাস্কর চন্দ্র নিজেও হয়তো ভাবেননি ট্যুইটি চোখে পড়ে যাবে সানিয়া মির্জার। সেই ট্যুইট নজরে আসার সঙ্গে সঙ্গেই ভাস্কর চন্দ্রের অনুরোধ রাখতে ভোলেননি ভারতীয় টেনিস তারকা। ভাস্কর চন্দ্র ছবিটি টুইট করেন পয়লা জুলাই সন্ধ্যা সাতটা ১৯ মিনিটে। আর সানিয়া মির্জা সেটি রিটুইট করেন ওই দিনই সাতটা ৫৭ মিনিটে। সঙ্গে আশীর্বাদ করার কথাও লেখেন। ট্যুইটে সানিয়া লেখেন,'আশীর্বাদ করি'। পরবর্তীতে ভাস্কর চন্দ্র কোনও রিপ্লাই না দিলেও,এটা বুঝতে বাকি নেই যে টেনিস তারকার আশীবার্দ পেয়ে খুশি ভাস্কর ও তার বাইঝি ঈশিতা। গোটা বিষয়টি নেট দুনিয়ায় ভাইরাল হতে বেশি সময় লাগেনি। ভাস্করের ট্যুইট ও সানিয়ার রি ট্যুইটকে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন নেটাগরিকরা। ঈশিতার উজ্জ্বল কেরিয়ারেরে শুভেচ্ছা জানানোর পাশাপাশি সানিয়া মির্জার উদ্যোগেরও ভূয়সী প্রশংসা নেটিজেনরা।
আরও পড়ুনঃবর্তমানে বিশ্বের সব থেকে 'সেক্সিয়েস্ট অ্যাথলিট', জানুন আলিশা স্মিডের কাহিনি
এই ছবির কারণেই সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হলেন ইরফান পাঠান,তুলনা করা হল পরবর্তী হাফিজ সৈঈদের সঙ্গে