২৬ মার্চ থেকে শুরু হয়েছে আইপিএল ২০২২ (IPL 2022)। দেশের বহু মানুষ দেখছেন আইপিএল। দেশে আইপিপএল প্রেমী (IPL lovers) অসংখ্যা এই সব আইপিএল প্রেমীদের জন্যই সুখবর। আইপিএল প্রেমীদের জন্যই সুখবর শোনাল মুকেশ আম্বানির (Mukesh Ambani) সংস্থা জিও (Jio)।
২৬ মার্চ থেকে শুরু হয়েছে আইপিএল ২০২২ (IPL 2022)। দেশের বহু মানুষ দেখছেন আইপিএল। কর্ম ব্যস্ততা কাটিয়ে আইপিএল-এ মজে রয়েছেন এখন ক্রিকেটপ্রেমীরা। দেশে আইপিপএল প্রেমী (IPL lovers) অসংখ্যা এই সব আইপিএল প্রেমীদের জন্যই সুখবর। আইপিএল প্রেমীদের জন্যই সুখবর শোনাল মুকেশ আম্বানির (Mukesh Ambani) সংস্থা জিও (Jio)। ৫৫৫ টাকা অথবা ২৯৯৯ টাকার প্ল্যানের রিচার্জে ডিজনি + হটস্টার-এর (disney plus hotstar) সমস্ত শো উপভোগ করতে পারবেন গ্রাহকরা। ৫৫৫ টাকার প্ল্যানটি মূলত একটি ডেটা-অন প্ল্যান। ৫৫৫ টাকা দিয়ে রিচার্জ করালে মিলবে অতিরিক্ত ইন্টারনেট ডেটা। ৫৫৫ টাকার প্ল্যানটিতে অবশ্য কোনও ভয়েস কল কিংবা এসএমএস পরিষেবা পাওয়া যাবে না। আইপিএল প্রেমীরা যাতে বিনা বাধায় ম্যাচ উপভোগ করতে পারেন, সেই জন্যই এই নয়া প্ল্যানটি জিও-র। এই প্ল্যানে ১২ মাস বিনা খরচায় দেখা যাবে ডিজনি + হটস্টার (disney + hotstar)। শুধু মোবাইলেই দেখা যাবে টিভি বা ল্যাপটপে দেখা যাবে না।