স্টেশানে (Station) দাঁড়িয়ে রয়েছে একটি ট্রেন আর তার পশেই বসে রয়েছেন এক যুবক। ট্রেনেই মন দিয়ে ছবি এঁকে চলেছেন এক শিল্পী। ট্রেনের উপর অসাধারণ এক ছবি এঁকে তাক লাগালেন এক শিল্পী। চক দিয়ে ট্রেনের উপরেই কৃষ্ণঠাকুর ফুটিয়ে তুলতে দেখা গিয়েছে এই শিল্পীকে। নিমেশের মধ্যে ট্রেনে ফুটিয়ে তুললেন কৃষ্ণ। চক দিয়ে অসাধারণ কৃষ্ণঠাকুর আঁকতে দেখা গিয়েছে শিল্পীকে। কে এই শিল্পী তা অবশ্য জানা যায়নি। অজানা এই শিল্পীর আঁকা ছবি ইতিমধ্যেই নজর কেড়েছে সকলের। সোশ্যাল মিডিয়ার হাত ধরেই উঠে আসে এই শিল্পীর শিল্প প্রতিভা। তাঁর ছবি আঁকার একটি ভিডিও ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়। তবে শিল্পীর মুখ দেখা যায়নি ভিডিওতে। কে এই শিল্পী তাও জানা যায়নি। কল্যাণী স্টেশানে (Kalyani station) করা এই ভিডিও বলেই জানা গিয়েছে। তবে শিল্পীর নাম পরিচয় কোনওটাই জানা যায়নি। মুখে মাস্ক থাকায় মুখটাও দেখা যায়নি তাঁর। তবে তাঁর শিল্প প্রতিভা দেখে মুগ্ধ অনেকেই।
স্টেশানে (Station) দাঁড়িয়ে রয়েছে একটি ট্রেন আর তার পশেই বসে রয়েছেন এক যুবক। ট্রেনেই মন দিয়ে ছবি এঁকে চলেছেন এক শিল্পী। ট্রেনের উপর অসাধারণ এক ছবি এঁকে তাক লাগালেন এক শিল্পী। চক দিয়ে ট্রেনের উপরেই কৃষ্ণঠাকুর ফুটিয়ে তুলতে দেখা গিয়েছে এই শিল্পীকে। নিমেশের মধ্যে ট্রেনে ফুটিয়ে তুললেন কৃষ্ণ। চক দিয়ে অসাধারণ কৃষ্ণঠাকুর আঁকতে দেখা গিয়েছে শিল্পীকে। কে এই শিল্পী তা অবশ্য জানা যায়নি। অজানা এই শিল্পীর আঁকা ছবি ইতিমধ্যেই নজর কেড়েছে সকলের। সোশ্যাল মিডিয়ার হাত ধরেই উঠে আসে এই শিল্পীর শিল্প প্রতিভা। তাঁর ছবি আঁকার একটি ভিডিও ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়। তবে শিল্পীর মুখ দেখা যায়নি ভিডিওতে। কে এই শিল্পী তাও জানা যায়নি। কল্যাণী স্টেশানে (Kalyani station) করা এই ভিডিও বলেই জানা গিয়েছে। তবে শিল্পীর নাম পরিচয় কোনওটাই জানা যায়নি। মুখে মাস্ক থাকায় মুখটাও দেখা যায়নি তাঁর। তবে তাঁর শিল্প প্রতিভা দেখে মুগ্ধ অনেকেই।