শুধুই হাতির আতঙ্ক নয়, এবার শেয়ালের কামড়ে গুরুতর আহত পুরুলিয়ার ১১ বাসিন্দা

Published : Oct 21, 2021, 09:36 AM ISTUpdated : Oct 21, 2021, 09:37 AM IST
শুধুই হাতির আতঙ্ক নয়, এবার শেয়ালের কামড়ে গুরুতর আহত পুরুলিয়ার ১১ বাসিন্দা

সংক্ষিপ্ত

শেয়ালের আতঙ্কে নাজেহাল দশা পুরুলিয়াবাসীর।এবার । ইতিমধ্যে শেয়ালের কামড়ে জখম ১১ জন,  শেয়ালের আতঙ্কে জেরবার পুরুলিয়ার পাড়া থানার কেলাহি গ্রামের বাসিন্দারা।  

 

হাতির আতঙ্ক তো রয়েছেই পুরুলিয়ায় (Purulia)।এবার শেয়ালের (Fox) আতঙ্কে নাজেহাল দশা।ইতিমধ্যে শেয়ালের কামড়ে জখম ১১জন।গত দুদিন থেকে শেয়ালের আতঙ্কে জেরবার পুরুলিয়ার পাড়া থানার কেলাহি গ্রামের বাসিন্দারা Purula District Police Station)।

আরও পড়ুন, Covid-19: কোভিড আক্রান্ত বেড়ে ৮০০ পার করল রাজ্য, লাগামছাড়া সংক্রমণ কলকাতায়
গ্রামের একটি পকুরের আসে পাশে ঘুরে বেড়াচ্ছে ছোট্ট একটি শেয়াল।পুকুরের সামনে যাকে সামনে পাচ্ছে ঝাঁপিয়ে পড়ে কামড় দিচ্ছে।এক দুজন নয় ইতিমধ্যেই ১১জনকে কামড়ে জখম করছে ওই শেয়াল। বুধবার সকালে পুকুরে স্নান করতে যাওয়ার সময় বেশ কয়েকজনের ওপর হামলা চালায় শেয়ালটি। কারো গালে ,কারো হাতে কারো গলায় কারো আবার শরীরের একাধিক জায়গায় কামড়ে জখম করেছে ওই শেয়াল।এছাড়াও যারা মাঠে চাষের কাজ করছিলেন তাদেরও ওপর হামলা চালায় শেয়াল। জখম সকলের পাড়া ব্লক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা চলছে।কেলাহি গ্রামে শেয়াল ঢুকে জখম করার খবর দেওয়া হয় পাড়া বন দপ্তরে।ঘটনার খবর পেয়ে হাসপাতালে আসেন পাড়া ব্লকের জয়েন্ট বিডিও পঙ্কজ উপাধ্যায় ও প্রাক্তন বিধায়ক উমাপদ বাউরি, ও বন দপ্তরের কর্মীরা।বন দফতরের পাড়া রেঞ্জের বিট অফিসার সেক নিজামুদ্দিন জানান।

আরও পড়ুন, অতি ভারী বর্ষণ আজও উত্তরবঙ্গে, নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার সম্ভাবনা উত্তর-পশ্চিম ভারতে

শেয়ালের আক্রমণের খবর পাওয়ার পর দশ জন বন দতরের কর্মীদের নিয়ে তিনি নিয়ে ঘটনাস্থলে যান। যদিও শিয়ালটি তাদের দেখে জঙ্গলের মধ‍্যে ঢুকে পড়ে।শেয়ালটি পূর্ণ বয়স্ক বলে জানায় বন দফতর।বুধবার থেকেই বন দফতরের কর্মীরা কেলাহি গ্রামে রয়েছেন। এদিনও গ্রামের অদূরে মাঠে দেখা যায় শেয়ালটি মানুষ দেখে ছোটাছুটি করছে। সকাল থেকে শেয়ালের আতঙ্কে ত্রস্ত কেলাহি গ্রাম। প্রসঙ্গত, শেয়ালের আতঙ্ক পাশাপাশি হাতির আতঙ্কও কম নয় পুরুলিয়ায়। জুন মাসে পুরুলিয়ার বাগমুন্ডির একাধিক গ্রামে দাপিয়ে বেড়িয়েছিল দাঁতাল। তিনটি দাঁতাল হাতি দাপিয়ে বেড়ায় সেখানে।সেবার হাতির তান্ডবে ঘুম উড়েছিল গ্রামবাসীদের। হাতিগুলোকে গভীর জঙ্গলে নিয়ে যাওয়ার চেষ্টা চালান বন দপ্তরের কর্মীরা।  

আরও দেখুন, বিরিয়ানি থেকে তন্দুরি, রইল কলকাতার সেরা খাবারের ঠিকানার হদিশ  

আরও দেখুন, কলকাতার কাছেই সেরা ৫ ঘুরতে যাওয়ার জায়গা, থাকল ছবি সহ ঠিকানা  

আরও দেখুন, মাছ ধরতে ভালবাসেন, বেরিয়ে পড়ুন কলকাতার কাছেই এই ঠিকানায়  

আরও পড়ুন, ভাইরাসের ভয় নেই তেমন এখানে, ঘুরে আসুন ভুটানে  

PREV
click me!

Recommended Stories

Adhir Ranjan Chowdhury: গীতাপাঠের অনুষ্ঠানে চিকেন প্য়াটিস বিক্রেতাকে মারধর! কী প্রতিক্রিয়া অধীরের
'মমতার বিরুদ্ধেও প্রার্থী দেবো'! নতুন দল নিয়ে হুমায়ুন কবীরের বড় চ্যালেঞ্জ তৃণমূলকে