সিরিয়াল-সিনেমায় কাজ দেওয়ার নামে কুপ্রস্তাব, নগ্ন ছবি ভাইরাল করার হুমকি অভিনেত্রীকে

Published : Sep 23, 2021, 12:52 PM ISTUpdated : Sep 23, 2021, 01:01 PM IST
সিরিয়াল-সিনেমায় কাজ দেওয়ার নামে কুপ্রস্তাব, নগ্ন ছবি ভাইরাল করার হুমকি অভিনেত্রীকে

সংক্ষিপ্ত

যুবতীর সঙ্গে ৬ই সেপ্টেম্বর অভিনেত্রী পায়েল সরকারের জন্মদিনের পার্টিতে আলাপ হয় ঋতুরাজ হালদার নামে এক যুবকের। ঋতুরাজ নিজেকে সহকারী ডিরেক্টর বলে পরিচয় দেয়

সিনেমা ও সিরিয়ালে (serial-movie) চান্স পাইয়ে দেওয়ার নাম করে আর্থিক প্রতারণার অভিযোগ। শুধু তাই নয়, কুপ্রস্তাব (Bad proposal) ও নগ্নছবি সোশাল মিডিয়ায় ভাইরাল (nude pictures viral) করে দেওয়ার অভিযোগ। ঘটনায় নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেছেন টলিউড সিরিয়ালের অভিনেত্রী। আসলে তিনি একজন মেকআপ আর্টিস্ট।

আরও পড়ুন- নজরে আফগানিস্তান-সন্ত্রাসবাদ, ভারতের বার্তা তুলে ধরতে বিদেশ সফর শুরু নরেন্দ্র মোদীর

আরও পড়ুন-  Indian Railway Job -ভারতীয় রেলে চাকরির দারুণ সুযোগ, দিতে হবে না কোনও লিখিত পরীক্ষা

এই যুবতীর সঙ্গে ৬ই সেপ্টেম্বর অভিনেত্রী পায়েল সরকারের জন্মদিনের পার্টিতে আলাপ হয় ঋতুরাজ হালদার নামে এক যুবকের। ঋতুরাজ নিজেকে সহকারী ডিরেক্টর বলে পরিচয় দেয়। ভালো ছবিতে চান্স পাইয়ে দেওয়ার নাম করে তার কাছ থেকে ১০ হাজার টাকা নেয় বলে অভিযোগ। তারপর কাজ চাইলে ওই ব্যক্তি তাঁকে কুপ্রস্তাব দেয় বলে অভিযোগ। 

আরও পড়ুন -   তালিবানদের অন্তর্ভুক্ত করার দাবি, নির্লজ্জ পাকিস্তানের জেদে বাতিল সার্ক সম্মেলন

এই ঘটনায় বুধবার বিকেলে নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেন তিনি। ঘটনার তদন্তে নেমে অভিযুক্তকে হরিদেবপুর এলাকা থেকে রাতে গ্রেফতার করে নরেন্দ্রপুর থানার পুলিশ। তাকে বৃহস্পতিবার বারুইপুর আদালতে পেশ করা হবে। 

PREV
click me!

Recommended Stories

শীতকাল ২০২৫: সবুজে মোড়া প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে নীলাভ আকাশ, এই পিকনিক স্পটে যাবেন?
মাত্র ৫ টাকায় ডিম-ভাত এবার বারুইপুর হাসপাতালে, প্রথম দিনে সঙ্গে ছিল ফুলকপির তরকারি