বর্ধমানের কারখানায় ভিনরাজ্যের কর্মী, বাঙালির কাজের দাবিতে অবস্থান বিক্ষোভ 'বাংলা পক্ষ'-র

পশ্চিম বর্ধমানের কারখানায় চাকরি পাচ্ছে বিহার,ঝাড়খন্ডের মানুষ। এদিকে কারখানার  দূষণে ক্যানসারে আক্রান্ত বর্ধমানবাসী। 

Asianet News Bangla | Published : Aug 21, 2021 11:22 AM IST / Updated: Aug 21 2021, 05:01 PM IST

পশ্চিম বর্ধমানের জামুড়িয়ায় প্রতিটা কারখানাতে বাঙালির কাজের দাবিতে বাংলা পক্ষর বিক্ষোভ মিছিল ও সুপার ফ্যাক্টরির সামনে অবস্থান বিক্ষোভ।জামুড়িয়া বাংলার মাটিতে। কিন্তু জামুড়িয়ার সুপার ফ্যাক্টরি সহ ইকরার শিল্প তালুকে অসংখ্য কারখানা থাকলেও বাঙালিকে কাজে নেওয়া হয় না বলে অভিযোগ। 

আরও পড়ুন, 'উত্তরবঙ্গ যদি পৃথক রাজ্য হয়, তার জন্য দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়', বিস্ফোরক দিলীপ
এদিকে দূষণে জর্জরিত স্থানীয় বাঙালি। চর্ম রোগ, ক্যানসারে অনেক মানুষ আক্রান্ত। অথচ কর্তৃপক্ষ চাকরি, কাজ দিচ্ছে বিহার, ঝাড়খন্ডের লোকদের। বাঙালির সিভি ছিঁড়ে ফেলে দেয় ওরা। এরই প্রতিবাদে জামুড়িয়ায় বাংলা পক্ষর পশ্চিম বর্ধমান জেলা শাখার সম্পাদক অক্ষয় বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিরাট মিছিল, সুপার ফ্যাক্টরির সামনে অবস্থান বিক্ষোভ হল। ডেপুটেশনও দেওয়া হল।  শনিবার এই ঐতিহাসিক কর্মসূচীতে উপস্থিত ছিলেন বাংলা পক্ষর সাধারণ সম্পাদক অধ্যাপক গর্গ চট্টোপাধ্যায়, কেন্দ্রীয় কমিটির সদস্য ও পশ্চিম বর্ধমান জেলার পর্যবেক্ষক কৌশিক মাইতি, কেন্দ্রীয় কমিটির সদস্য করবী রায়, সম্রাট কর,  জামুড়িয়া বিধানসভার সম্পাদক তারেক আহমেদ, রানীগঞ্জ বিধানসভার সম্পাদক দীপায়ন মুখার্জী সহ অন্যান্যরা।

"

আরও পড়ুন, Post Poll Violence: খুন-ধর্ষণের স্বর্গরাজ্য বীরভূম, বিস্ফোরক রিপোর্ট CBI-র 

এদিন স্থানীয় বাঙালির উৎসাহ ও উত্তেজনা ছিল চোখে পড়ার মতো। স্থানীয় ভূমিপুত্রদের চাকরি ও কাজের দাবিতে লড়াই চালিয়ে যেতে বদ্ধপরিকর বাংলা পক্ষ। সুপার ফ্যাক্টরি কর্তৃপক্ষ প্রতিশ্রুতি দিল বাঙালিকে চাকরি ও কাজ দেওয়া হবে।
 

  আরও পড়ুন, ভাইরাসের ভয় নেই তেমন এখানে, ঘুরে আসুন ভুটানে  

আরও দেখুন, মাছ ধরতে ভালবাসেন, বেরিয়ে পড়ুন কলকাতার কাছেই এই ঠিকানায়  

আরও পড়ুন, রাজ্য়ের সর্বনিম্ন সংক্রমণ এই জেলায়, বৃষ্টিতে হারাতেই পারেন পুরুলিয়ার পাহাড়ে

আরও দেখুন, বৃষ্টিতে বিরিয়ানি থেকে তন্দুরি, রইল কলকাতার সেরা খাবারের ঠিকানার হদিশ  

আরও দেখুন, কলকাতার কাছেই সেরা ৫ ঘুরতে যাওয়ার জায়গা, থাকল ছবি সহ ঠিকানা 

আরও পড়ুন, বনগাঁ লোকাল নয়, জাপানে ঠেলা মেরে ট্রেনে তোলে প্রোফেশনাল পুশার, রইল পৃথিবীর আজব কাজের হদিস 

Share this article
click me!