'অনুষ্ঠানের কথা জানা নেই', কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের সম্বর্ধনা ঘিরে BJP-র গোষ্ঠীদ্বন্দ্ব

ঠাকুরনগরে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের সম্বর্ধনা ঘিরে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের প্রকাশ্য়ে এসেছে। বনগাঁ বিজেপির সাংগঠনিক জেলার অন্যতম সাধারণ সম্পাদক প্রবীর রায় বলেন, 'তেমন কোনও অনুষ্ঠানের কথা জানা নেই।' 

Asianet News Bangla | Published : Aug 29, 2021 8:18 AM IST / Updated: Aug 29 2021, 01:49 PM IST

 
ঠাকুরনগরে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের সম্বর্ধনা ঘিরে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের প্রকাশ্য়ে এসেছে। বনগাঁ বিজেপির সাংগঠনিক জেলার অন্যতম সাধারণ সম্পাদক প্রবীর রায় বলেন, 'তেমন কোনও অনুষ্ঠানের কথা জানা নেই।' 

আরও পড়ুন, CBI: 'ভাইপোর ১২ কোটির বাড়িটা কি গাছ কেটে এল', কয়লাকাণ্ডে বিস্ফোরক দিলীপ
বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার গোষ্ঠীদ্বন্দ্ব যেনও পিছু ছাড়ছে না । সাম্প্রতিক রাজ্য বিজেপির পক্ষ থেকে বৈঠক করে বনগাঁ বিজেপির সাংগঠনিক জেলার সমস্ত নেতৃত্বকে একত্রিত হয়ে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে । কিন্তু রাজ্য নেতৃত্তের নির্দেশ পাওয়ার পরেও বনগাঁ বিজেপির সাংগঠনিক জেলা আগের মতই আছে । শনিবার গাইঘাটা ১ নম্বর মন্ডল বিজেপির পক্ষ থেকে ঠাকুরনগর স্টেশন এর পাশে মঞ্চ করে শান্তনু ঠাকুরকে সংবর্ধনা দেওয়ার আয়োজন করা হয়েছিল । সেই অনুষ্ঠানে দেখা মিলল না বনগাঁ বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি মনস্পতি দেব সহ অন্যান্য জেলা নেতৃত্বকে। 

আরও পড়ুন, 'BJP-র বন্ডে কত টাকা পড়ে, সেসবের তদন্ত করুক ED', কয়লাকাণ্ডে অভিষেকের ডাক পড়তেই চটলেন মমতা
সম্বর্ধনা অনুষ্ঠান সম্পর্কে বনগাঁ বিজেপির সাংগঠনিক জেলার অন্যতম সাধারণ সম্পাদক প্রবীর রায় বলেন, তেমন কোনও অনুষ্ঠানের কথা জানা নেই । সভাপতিও 'এই অনুষ্ঠান সম্পর্কে জানেন না' বলে দাবি করেন তিনি । 'গোষ্ঠীদ্বন্দ্ব'-র কথা তিনি অস্বীকার করেন। যদিও সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজক গাইঘাটা পূর্ব মন্ডল ১ এর সভাপতি দিব্যেন্দু মন্ডল জেলার সমস্ত নেতৃত্বকে জানানো হয়েছে । মঞ্চে জেলা সভাপতির ছবি না থাকা প্রসঙ্গে তিনি বলেছেন,' প্রিন্টিং মিসটেক।' গাইঘাটা পূর্ব ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্যামল সরকার বলেন, 'বিজেপি সাংসদের সঙ্গে জেলা সভাপতির  নানা বিষয় নিয়ে মতবিরোধ দীর্ঘদিন ধরেই আমরা দেখছি । তাদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকট হচ্ছে । ওদের সাংগঠনিক বিপর্যয় আগামী দিনে অবশ্যম্ভাবী। যদিও এই বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর কোনোA প্রতিক্রিয়া দেয়নি ।

  আরও পড়ুন, ভাইরাসের ভয় নেই তেমন এখানে, ঘুরে আসুন ভুটানে  

আরও দেখুন, মাছ ধরতে ভালবাসেন, বেরিয়ে পড়ুন কলকাতার কাছেই এই ঠিকানায়  

আরও পড়ুন, রাজ্য়ের সর্বনিম্ন সংক্রমণ এই জেলায়, বৃষ্টিতে হারাতেই পারেন পুরুলিয়ার পাহাড়ে

আরও দেখুন, বৃষ্টিতে বিরিয়ানি থেকে তন্দুরি, রইল কলকাতার সেরা খাবারের ঠিকানার হদিশ  

আরও দেখুন, কলকাতার কাছেই সেরা ৫ ঘুরতে যাওয়ার জায়গা, থাকল ছবি সহ ঠিকানা 

আরও পড়ুন, বনগাঁ লোকাল নয়, জাপানে ঠেলা মেরে ট্রেনে তোলে প্রোফেশনাল পুশার, রইল পৃথিবীর আজব কাজের হদিস 

 

Share this article
click me!