বিশ্ব আদিবাদী দিবসে ঝাড়গ্রাম সফরে মমতা, বানভাসি এলাকাও পরিদর্শন করবেন মুখ্য়মন্ত্রী

  ৯ অগাস্ট সোমবার তিনি ঝাড়গ্রাম যাবেন মুখ্যমন্ত্রী। হেলিকপ্টারে বানভাসি ঘাটাল পরিদর্শনেও যাবেন মমতা।

Asianet News Bangla | Published : Aug 7, 2021 5:10 AM IST / Updated: Aug 07 2021, 10:53 AM IST

আদিবাসী দিবসে ঝাড়গ্রাম সফরে মমতা। রাজ্যে কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রনে আসতেই জেলা সফরের সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৯ অগাস্ট সোমবার তিনি ঝাড়গ্রাম যাবেন মুখ্যমন্ত্রী। জঙ্গলমহল দিয়েই এবার তিনি সফর শুরু করবেন।

আরও পড়ুন, আজ বজ্রবিদ্যুৎ সহ প্রবল বর্ষণ দুই বঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতেও

বিশ্ব আদিবাদী দিবস উপলক্ষেই সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানে শেষ করে একটি আদিবাসী গ্রামেও যাওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। এজন্য জেলা প্রশাসনকে আগাম প্রয়োজনীয় ব্যবস্থা মজুত রাখতে বলা হয়েছে। জেলা প্রশাসন সূত্রে খবর, সোমবার ঝাড়গ্রামের রাজবাড়ি ট্যুরিস্ট কমপ্লেক্সে রাত কাটাবেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার হেলিকপ্টারে বানভাসি ঘাটাল পরিদর্শনে যাবেন মমতা। সেখানে দুর্গত মানুষ এবং পশ্চিম মেদিনীপুরের জেলা প্রশাসনের সঙ্গে কথা বলবেন তিনি। একুশের নির্বাচনে বিপুল জয়ের পর প্রথমবার জেলা সফরে গিয়ে ইয়াস দুর্গত হিঙ্গলগঞ্জ এবং সাগর-িদঘা পরিদর্শনে গিয়েছিলেন তিনি। 

"

আরও পড়ুন, নাইট কার্ফু ভাঙার অপরাধে আটক অভিনেত্রী ইশা সাহার গাড়ি, মামলা দায়ের করল পুলিশ

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঝাড়গ্রাম সফর ঘিরে পুলিশ প্রশাসনের তৎপরতাও বেড়েছে। শুক্রবার দুপুরে রাজবাড়ি ট্যারিস্ট কমপ্লেক্স পরিদর্শন করেন অতিরিক্ত জেলাশাসক পীযূষকান্তি গোস্বামী এবং অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার সহ অন্য আধিকারিকরা। তবে রাজ্যে এখনও খারাপ আবহাওয়া চলা দরুণ, কপ্টার না সড়কপথে আসবেন মমতা তা চূড়ান্ত হয়নি। যদিও ঝাড়গ্রাম রাজ কলেজ সংলগ্ন হেলিপ্যাড গ্রাউন্ড প্রস্তুত রাখা হচ্ছে।এই নিয়ে দ্বিতীয়বার জেলা সফরে যাবেন মুখ্যমন্ত্রী।

 আরও পড়ুন, ভাইরাসের ভয় নেই তেমন এখানে, ঘুরে আসুন ভুটানে  

আরও দেখুন, মাছ ধরতে ভালবাসেন, বেরিয়ে পড়ুন কলকাতার কাছেই এই ঠিকানায়  

আরও পড়ুন, রাজ্য়ের সর্বনিম্ন সংক্রমণ এই জেলায়, বৃষ্টিতে হারাতেই পারেন পুরুলিয়ার পাহাড়ে

আরও দেখুন, বৃষ্টিতে বিরিয়ানি থেকে তন্দুরি, রইল কলকাতার সেরা খাবারের ঠিকানার হদিশ  

আরও দেখুন, কলকাতার কাছেই সেরা ৫ ঘুরতে যাওয়ার জায়গা, থাকল ছবি সহ ঠিকানা 

আরও পড়ুন, বনগাঁ লোকাল নয়, জাপানে ঠেলা মেরে ট্রেনে তোলে প্রোফেশনাল পুশার, রইল পৃথিবীর আজব কাজের হদিস 

Share this article
click me!