WB Assembly Election: 'স্বেচ্ছায়'আসতে পারেন', অধীরকে BJP-তে যোগদানের আহ্বান দিলীপের

 
 'বর্তমানে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী ডুবন্ত জাহাজ ছেড়ে ভিতরে ভিতরে অন্যত্র যেতে চাইছেন।' মুর্শিদাবাদে গিয়ে  প্রদেশ কংগ্রেস সভাপতি অধীরকে বিজেপিতে যোগদানের আহ্বান সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের।  

মুর্শিদাবাদেগিয়ে  (Congress) প্রদেশ কংগ্রেস সভাপতি অধীরকে (Adhir Ranjan Chowdhury) বিজেপিতে (BJP) যোগদানের আহ্বান সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের। কংগ্রেসের ৫ বারের বিধায়ক মইনুল হকের তৃণমূল যোগের এখনও ২৪ ঘন্টাও কাটেনি। ইতিমধ্যেই মুর্শিদাবাদে  ( Murshidabad District) কংগ্রেসের ভিত নাড়িয়ে তৃণমূলের যুবরাজ মইনুলকে নিয়ে ঘাসফুল শিবিরে এনেছেন। আর এবার তৃণমূল সুপ্রিমোকে টার্গেট করে  কংগ্রেসে আরও বড় ভাঙন ধরিয়ে অধীরকে  বিজেপিতে যোগদানের আহ্বান জানালেন বিজেপির প্রাক্তন  রাজ্য় সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)।

আরও পড়ুন, Mainul Haque: অভিষেকের 'হাত' ধরেই তৃণমূলে যোগ দিলেন মইনুল হক
মুর্শিদাবাদের নাজিরপুরে  ঝটিকা সফরে এসে শুক্রবার বিজেপির সর্বভারতীয় সভাপতি দিলীপ ঘোষ একদিকে যেমন রাজ্যে উপনির্বাচন এর আগে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে তোপ দাগলেন। পাশাপাশি প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী কে গেরুয়া শিবিরে যোগদানের আহ্বানও জানালেন। সম্প্রতি বিজেপি ছেড়ে  তৃণমূলে যোগ দিয়েছেন আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়। বিভিন্ন দলের আরও বহু নেতাই শাসক শিবিরে যোগ দিতে পারেন বলেও জল্পনা। তারই মাঝে অধীর চৌধুরীর দলবদলের জল্পনা উসকে দিলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। বিজেপিতে যোগদানের পরামর্শও দিলেন তিনি। আগামী ৩০ সেপ্টেম্বর ভবানীপুরে উপনির্বাচন সেখানে মূলত ত্রিমুখী লড়াই। তৃণমূল প্রার্থী খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির হয়ে লড়ছেন প্রিয়াঙ্কা টিব্রেয়াল। সিপিএম প্রার্থী শ্রীজীব বিশ্বাস। ভবানীপুর ছাড়াও ওইদিন মুর্শিদাবাদের সামশেরগঞ্জ ও জঙ্গিপুর বিধানসভায়ও ভোট। 

Latest Videos

"

আরও পড়ুন, মৃত BJP নেতার ইস্যুতে মমতাকে তোপ, পুলিশি 'আচরণ' নিয়ে অভিযোগ তুলে ছবি পোস্ট প্রিয়াঙ্কার

 বিজেপির নয়া সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ  সাংবাদিকদের মুখোমুখি হয়ে অধীর চৌধুরীর দলবদলের জল্পনা উসকে দিয়ে বলেন, 'বর্তমানে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী ডুবন্ত জাহাজ ছেড়ে ভিতরে ভিতরে অন্যত্র যেতে চাইছেন। কিন্তু তিনি যেখানে যেতে চাইছেন সেটাও ফুটো হয়ে গিয়েছে। এখন তাঁর কাছে একটাই ভরসা ভারতীয় জনতা পার্টি। তিনি স্বেচ্ছায় সেখানে আসতে পারেন।' অন্যদিকে ভবানীপুরে উপনির্বাচনে প্রিয়াঙ্কার হয়ে প্রচারে বেরোন বিজেপির নয়া রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, কোভিডবিধি লঙ্ঘনের অভিযোগ তুলে প্রচারে বাধা দেয় পুলিশ। তার জেরে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে বিজেপি নেতৃত্ব। 

আরও পড়ুন, 'মৃত মানুষকে নিয়ে নাটক করছে BJP', ভবানীপুরে প্রচারে এসে বিস্ফোরক ফিরহাদ

সেই ঘটনা প্রসঙ্গেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে তোপ দেগে  দিলীপ ঘোষ বলেন, 'প্রিয়াঙ্কাকে ঢুকতে দেওয়া হচ্ছে না ভবানীপুরে। ফলে বোঝা যাচ্ছে ভয় পেয়েছে তৃণমূল নেত্রী তথা সুপ্রিম।তাই তিনি পুলিশ দিয়ে বিজেপিকে আটকানোর চেষ্টা করছেন। মানুষ উনাকে চিনে নিয়েছে খুব ভালো করে।' কলকাতায় জলযন্ত্রণা প্রসঙ্গেও রাজ্য সরকারকে আরও একবার  খোঁচা দেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি। জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজ্যে প্রাণহানির ঘটনা প্রসঙ্গে সরকারের বিরুদ্ধে কার্যত উদাসীনতার অভিযোগ তুলে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ বলেন,'এরাজ্যে সবই তৃণমূল কাটমানির মধ্যে দিয়ে খেয়ে ফেলেছে এমনকি ন্যূনতম বিদ্যুতের লাইন গুলো ভাল করে সারাই করতে পারেনি।'

 আরও পড়ুন, ভাইরাসের ভয় নেই তেমন এখানে, ঘুরে আসুন ভুটানে  

আরও দেখুন, মাছ ধরতে ভালবাসেন, বেরিয়ে পড়ুন কলকাতার কাছেই এই ঠিকানায়  

আরও দেখুন, বৃষ্টিতে বিরিয়ানি থেকে তন্দুরি, রইল কলকাতার সেরা খাবারের ঠিকানার হদিশ  

আরও দেখুন, কলকাতার কাছেই সেরা ৫ ঘুরতে যাওয়ার জায়গা, থাকল ছবি সহ ঠিকানা  

 

Share this article
click me!

Latest Videos

'ওটা আমার জায়গা, ওকে আবার হারাব' তাপসীকে চরম বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari on Tapasi Mondal
‘Mamata Banerjee-কে Bhabanipur-এ হারাবো, ৫ বছর যন্ত্রণা বইবেন!’ মমতাকে কটাক্ষ Suvendu Adhikari-র
Suvendu Adhikari: ‘নন্দীগ্রাম না হলে Mamata Banerjee জীবনেও মুখ্যমন্ত্রী হতেন না, ওঁকে চেনে কে!’
'পৃথিবীর সবচেয়ে বড় রাজনৈতিক বেইমান মমতা' বিস্ফোরক শুভেন্দু | Suvendu Adhikari | Mamata Banerjee |
'ঠুসে দেব' শুভেন্দুকে পাল্টা মারের হুমকি TMC MLA হুমায়ূন কবীরের | Suvendu Adhikari | Humayun Kabir