জানা গিয়েছে, আলিপুর চিড়িয়াখানার জমি বিক্রির অভিযোগ তুলে হাইকোর্টে মামলা করেন এক ব্যক্তি। সূত্রের খবর, জমি বিক্রিতে সুপ্রিম কোর্টের অতীত নির্দেশিকা মানা হচ্ছে না।
37
কী দাবি মামলাকারীর
বুধবার কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়েরের পর মামলাকারী দাবি করেছেন যে, আলিপুর চিড়িয়াখানার জমি বিক্রি করে দেওয়া হচ্ছে। এই ক্ষেত্রে সুপ্রিম কোর্টের অতীত নির্দেশিকা মানা হচ্ছে না।
রাজ্য সরকার যে বেআইনি ভাবে প্রায় ১০০০ কোটি টাকা দামে আলিপুর চিড়িয়াখানার জমি বিক্রি করে দিতে চাইছে তা নিয়ে আগেই উঠেছিল অভিযোগ। যা নিয়ে কম জলঘোলা হয়নি। আর এবার সরাসরি মামলা দায়ের হল হাইকোর্টে।
57
জমি বিক্রি নিয়ে শুভেন্দুর অভিযোগ
আলিপুর চিড়িয়াখানার জমি বিক্রি করে দিচ্ছে রাজ্য সরকার। এই অভিযোগ তুলে আগেই সরব হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
67
কী অভিযোগ করেছিলেন শুভেন্দু
সেই সময় শুভেন্দু দাবি করেছিলেন, ১০০০ কোটি টাকায় ৫০ কাঠা জমি বেচে দেওয়ার চেষ্টা করছে রাজ্য সরকার। আর এবার চিড়িয়াখানার জমি বেআইনিভাবে বেচে দেওয়ার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা।
77
কার এজলাসে মামলা দায়ের
বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের অভিযোগকারীর। মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ। সূত্রের খবর, রাস্তার যে পাশে মূল আলিপুর চিড়িয়াখানার যে পার্শ্ববর্তী এলাকা রয়েছে সেই এলাকার জমি বাণিজ্যিক ব্যবহার করার অনুমতি দিয়েছে রাজ্য সরকার। আর যা নিয়ে শুরু হয়েছে জলঘোলা।