Cal HC On BLA Issues: ভোটের এখনও বাকি একবছর। তার আগেই কেন চাওয়া হচ্ছে বিএলএ-দের তথ্য। নালিশ জানিয়ে এবার আদালতে তৃণমূল কংগ্রেস। কী দাবি রাজ্য সরকারের? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
বিএলএ ইস্যুতে ফের আদালতে রাজ্য। জানা গিয়েছে ভোটের এত আগে জাতীয় নির্বাচন কমিশন কেন নির্দিষ্ট ডেডলাইন বেঁধে দিয়ে বুথ লেভেল এজেন্টদের নাম চাইছে? নির্বাচন কমিশনের এই নির্দেশকে চ্যালেঞ্জ করল রাজ্য সরকার। শুধু তাই নয়, তাদের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলে দ্রুত শুনানির আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ রাজ্যের শাসক শিবির তৃণমূল কংগ্রেস। যদিও সোমবারই মামলার দ্রুত শুনানির আর্জি খারিজ করে দেয় আদালত। তবে চলতি সপ্তাহেই হতে পারে মামলার পরবর্তী শুনানি।
25
খারিজ দ্রুত শুনানির আর্জি
সূত্রের খবর, সোমবার তৃণমূল কংগ্রেসের দক্ষিণ ২৪ পরগনা সদর জেলা সভাপতি তথা দলের প্রাক্তন রাজ্যসভা সাংসদ শুভাশিস চক্রবর্তী কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করে মামলা দায়ের করেন। মামলা দায়েরের অনুমতি দিলেও দ্রুত শুনানির আর্জি খারিজ করে দেন হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা।
35
পশ্চিমবঙ্গেও এসআইআর?
এদিকে জুলাই মাসেই রাজ্যের সমস্ত রাজনৈতিক দলের বিএলএ-দের নাম ও নথি পাঠানোর নির্দেশ দেয় জাতীয় নির্বাচন কমিশন। এমনকি রবিবার সাংবাদিক সম্মেলন করে নির্বাচন কমিশন ইঙ্গিত দেয় যে, খুব শীঘ্রই পশ্চিমবঙ্গেও এসআইআর শুরু হবে। আর এরপরই কার্যত কমিশনকে চ্যালেঞ্জ ছুঁড়ে আদালতে দৌঁড়েছে তৃণমূল।
এদিন মামলার শুনানিতে বিচারপতি অমৃতা সিনহা মামলাকারীর আইনজীবীর উদ্দেশ্যে জিজ্ঞাসা করে বলেন যে, ‘’এই নির্দেশে কি শুধু আপনারাই একমাত্র প্রভাবিত হচ্ছেন? নাকি অন্যান্য সমস্ত রাজনৈতিক দলগুলোও হচ্ছে? শুধু আপনাদেরকেই কমিশন নাম দিতে বলেছেন? বাকিদের সমস্যা না থাকলে আপনাদের কিসের সমস্যা? যদি সকলেই প্রভাবিত হয়ে থাকে তাহলে আপনারা একা কেন আদালতে এসেছেন?'' এরপরই মামলাকারীর আইনজীবী অর্ক নাগ বলেন, ‘’অন্যান্য রাজনৈতিক দলগুলো হয়তো এই নির্দেশ মেনে নিয়েছে। তাই তারা আসেনি। কিন্তু আমরা কমিশনের এই নির্দেশকে চ্যালেঞ্জ করছি।''
55
আদালতে গড়াল নবান্ন বনাম কমিশন দ্বৈরথ
মামলাকারীর আইনজীবী অর্ক নাগের বক্তব্য, প্রত্যেক নির্বাচনের কিছু দিন আগেই সমস্ত রাজনৈতিক দলের থেকে তাদের বুথ লেভেল এজেন্টদের নাম চেয়ে পাঠায় কমিশন। কিন্তু এত আগে চাওয়া হয় না। আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন হবে। কিন্তু জুন-জুলাই মাসেই এবার বিএলএ-দের নাম চেয়েছে কমিশন। এত আগে বিএলএ-দের নাম চাওয়ার এক্তিয়ার কমিশনের নেই। এখন কমিশন জানিয়েছে, পশ্চিমবঙ্গে দ্রুত বিশেষ নিবিড় সমীক্ষা (SIR) হবে। তাই দ্রুত বুথ লেভেল এজেন্ট নিয়ে শুনানি করা হোক। যদিও দ্রুত শুনানির সেই আর্জি খারিজ করে দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা।