Cal HC On SIR: বঙ্গজুড়ে এসআইআর আতঙ্কের আবহ এবার গড়াল কলকাতা হাইকোর্টে। দায়ের হলো জনস্বার্থ মামলা। কিন্তু কেন? বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…
রাজ্য জুড়ে গত ৪ নভেম্বর থেকে শুরু হয়ে গিয়েছে ভোটার তালিকা নিবিড় সংশোধন বা এসআইআর-এর কাজ। এবার এই নিয়ে সিএএ-তে আবেদনকারীরা যাতে এসআরএর-এর মাধ্যমে সংশোধিত ভোটার তালিকায় নাম তুলতে পারেন, সেই আবেদন জানিয়ে এবার কলকাতা হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা।
25
কী দাবি মামলাকারীর?
সূত্রের খবর, সিএএ-তে আবেদনের রসিদকে যেন এসআইআর-এ অনুমোদন করা হয়। এই বিষয়ে কলকাতা হাইকোর্টে সেই আবেদন জানাল একটি স্বেচ্ছাসেবী সংগঠন। হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চে আগামী সোমবার এই আবেদনের মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।
35
সিএএ-তে নাগরিকত্ব দেওয়ার দাবি
মামলাকারী স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে শুক্রবার আদালতে দাবি করা হয়, বহু মানুষ ভারতীয় নাগরিকত্বের জন্য সিএএ-তে আবেদন করেছে। সেই আবেদনের রসিদকে এসআইআর-র ক্ষেত্রে গ্ৰহণযোগ্য নথি হিসেবে স্বীকৃতি দেওয়া হোক।
জানা গিয়েছে, সেই আবেদনের রসিদগুলি যদি এসআইআর-এ গ্রহণযোগ্যতা না পায়, তাহলে আবেদনকারীরা নাগরিকত্ব থেকে বঞ্চিত হবে। হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত শুনানির আবেদন জানান মামলাকারীর আইনজীবী। আগামী সোমবার শুনানি হতে পারে এই জনস্বার্থ মামলার।
55
এসআইআর নিয়ে কী বলছে আদালত
রাজ্যজুড়ে পুরোদমে শুরু হয়ে গিয়েছে এসআইআর-এর কাজ। ভোটারদের তথ্য যাচাইয়ে বাড়ি-বাড়ি যাচ্ছেন বিএলও-রা। উঠে আসছে বিস্তর অভিযোগ। যদিও এই সমস্ত নিয়ে এখনও পর্যন্ত আদালতে কোনও মামলা হয়নি। এই প্রথম শুক্রবার দায়ের হল একটি জনস্বার্থ মামলা।