- Home
- West Bengal
- Kolkata
- 'ওঁকে প্রমাণ করতে হবে', পার্থর 'বান্ধবী' মন্তব্যে প্রতিক্রিয়া দিলেন অর্পিতা মুখোপাধ্য়ায়
'ওঁকে প্রমাণ করতে হবে', পার্থর 'বান্ধবী' মন্তব্যে প্রতিক্রিয়া দিলেন অর্পিতা মুখোপাধ্য়ায়
পার্থ চট্টোপাধ্যায় জেল থেকে মুক্তির পরই অর্পিতা মুখোপাধ্যায়ের সঙ্গে তাঁর সম্পর্কের কথা এড়িয়ে যাননি। উল্টে 'বান্ধবী' বলে স্বীকৃতি দিয়েছিলেন। পার্থ চট্টোপাধ্য়ায়ের এই মন্তব্যের প্রক্রিয়া জানিয়েছেন অর্পিতা মুখোপাধ্যায়।

পার্থ চট্টোপাধ্যায়ের মন্তব্যের প্রতিক্রিয়া
পার্থ চট্টোপাধ্যায় জেল থেকে মুক্তির পরই অর্পিতা মুখোপাধ্যায়ের সঙ্গে তাঁর সম্পর্কের কথা এড়িয়ে যাননি। উল্টে 'বান্ধবী' বলে স্বীকৃতি দিয়েছিলেন। পার্থ চট্টোপাধ্য়ায়ের এই মন্তব্যের প্রক্রিয়া জানিয়েছেন অর্পিতা মুখোপাধ্যায়। একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অর্পিতা বলেন পার্থকেই সায় দেন। স্পষ্ট জানিয়ে দেন তাদের মধ্যে পরকীয়া নেই।
অর্পিতার মন্তব্য
অর্পিতা মুখোপাধ্য়ায় জানিয়েছেন, 'উনি যদি আমাকে বান্ধবী ভাবেন আমি তো বন্ধু বলে মানবই। উনি তো আমার বন্ধুই। বান্ধবীতে তো অসুবিধের কিছু নেই। এটা পরকীয়া নয়। বান্ধবী থাকা অন্যায় নয়।'
কথা হয়নি
অর্পিতা আরও জানিয়েছেন, পার্থ চট্টোপাধ্যায় জেল থেকে ছাড়া পাওয়ার পর এখনও তাঁর সঙ্গে কথা বলা হয়নি। কোনও যোগাযোগ হয়নি তাঁর। পরে কথা বলবেন কিনা তাও নিয়ে তিনি এখনও নিশ্চিত নন বলেও জানিয়েছেন। তবে পার্থ বলেছেন, তাঁর বাড়ি থেকে টাকা পাওয়া যায়নি। তাঁর বান্ধবীর বাড়ি থেকে টাকা পাওয়া গেছে। এই নিয়ে করা প্রশ্নের উত্তরে অর্পিতা বলেন, বিষয়টি বিচারাধীন। বিচারের ওপর তাঁর পূর্ণ আস্থা রয়েছে।
গ্রেফতারি নিয়ে অর্পিতার বয়ান
গ্রেফতারি নিয়ে অর্পিতা মুখোপাধ্যায় ক্ষোভ উগরে দিয়েছেন। তিনি বলেন, 'আমি ২ বছর ৪ মাস জেল খাটছি। বাংলায় একটা মেয়েকে সকালে বাড়ি থেকে টেনেহিঁচড়ে তুলে নিয়ে যাওয়া হল। কেউ কিছু বলল না সেটা নিয়ে। আমার কারও প্রতি রাগ বা অভিমান নেই। সত্যি কী, সেটা সময়ই বলে দেবে।'
পার্থর রাজনীতি নিয়ে 'উদাসীন' অর্পিতা
পার্থ চট্টোপাধ্যায় আবারও রাজনীতিতে ফিরবেন কিনা তা নিয়ে রীতিমত উদাসীন অর্পিতা। তিনি বলেন, পার্থর রাজনীতি দেখে তিনি বন্ধুত্ব করেননি। তাকে ২১ জুলাইয়ের মঞ্চে দেখা যায়নি বলেও দাবি করেন। তিনি অবশ্য বলেন, 'আগামীর লড়াইয়ে উনি যেন এগিয়ে যেতে পারেন। মানুষের কাছে এখন ওঁকে অনেক কিছু প্রমাণ করতে হবে। মানুষের সম্মুখীন তে হবে ওঁকেই।'

