নিয়োগ দুর্নীতি মামলায় তিন বছর তিন মাস ১৯ দিন জেল খেটেছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তার বাড়ি থেকে টাকা উদ্ধার না হলেও বান্ধবী অর্পিতার ফ্ল্যাট থেকে ইডি বাজেয়াপ্ত করেছিল নগদ প্রায় ৫০ কোটি টাকা। একই মামলায় দুই বছরেরও বেশি সময় ধরে জেল খেটেছেন অর্পিতা মুখোপাধ্যায়ও। বর্তমানে দুজনেই জেলমুক্ত। জেল থেকে ছাড়া পেয়ে এবার বান্ধবীকে নিয়ে অকপট জবাব দিলেন বেহালা পশ্চিমের বিধায়ক তথা একদা তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।
25
বান্ধবী অর্পিতার অন্য পরিচয়রাজ্য।ে
রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়। তিনি শুধু প্রাক্তন মন্ত্রীর বান্ধবীই নয়। তার রয়েছে আলাদা আরও একটি পরিচয়। এই প্রসঙ্গে সংবাদ মাধ্যমের কাছে সাক্ষাৎকারে পার্থ চট্টোপাধ্যায় মনে করিয়ে দেন যে, বান্ধবী অর্পিতা শুধুমাত্র তার বান্ধবী হিসেবে পরিচিত নয়। তার একটি বিশেষ পরিচয়ও আছে। তিনি ৩৫টিরও বেশি ওড়িয়া সিনেমায় অভিনয় করেছেন। শুধু তাই নয়, পার্থর সঙ্গে অর্পিতার নাম জড়িয়ে দিনের পর দিন যেভাবে তার সম্মানহানি করা হয়েছে তা অন্যায় হয়েছে বলেও জানান তৃণমূলের প্রাক্তন শিক্ষামন্ত্রী।
35
'বান্ধবী...পরকীয়া তো নয়'
নিয়োগ দুর্নীতি কাণ্ডে পার্থ-অর্পিতার নাম প্রকাশ্যে আসতে রাজ্য রাজনীতি থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া। তাদের দুজনকে নিয়ে কম জলঘোলা হয়নি। পার্থ-অর্পিতার সম্পর্ক নিয়ে সোশ্যাল মিডিয়ায় বয়েছে মিমের বন্যা। এতকিছুর পরও চুপ থেকেছেন দুজনেই। বন্ধুত্ব বা তাদের দুজনের সম্পর্কের গভীরতা কতটা? তা নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি কেউই। তবে জেল থেকে ছাড়া পাওয়ার পর সংবাদ মাধ্যমের কাছে প্রথমবার অর্পিতাকে নিয়ে মুখ খুলেছেন পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, ‘’কারও দুটো বৌ থাকতে পারে, আমার একটা বান্ধবী থাকতে পারে না?''
এদিকে জেল থেকে ছাড়া পাওয়ার পরই রাজনীতির ময়দানে ফের সক্রিয় হওয়ার ইচ্ছা প্রকাশ এখনও পর্যন্ত না করলেও, বাড়ি ফিরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে খোলা চিঠি দিয়েছেন তিনি। তৃণমূলের কোন নিয়মবলে দল থেকে তাকে সাসপেন্ড করা হলো? তা জানতে চেয়ে তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছেন তৃণমূলের প্রাক্তন মহাসচিব। একই চিঠি পাঠিয়েছেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী ও সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতরে।
55
পার্থকে নিয়ে কী বললেন বান্ধবী অর্পিতা
শুধু পার্থ একা নন। তাদের দুজনের মধ্যকার সম্পর্ক নিয়ে সংবাদ মাধ্যমের কাছে প্রতিক্রিয়া জানিয়েছেন বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ও। তিনি বলেন, ‘’যদি উনি আমাকে বান্ধবী ভাবেন, আমি তো বন্ধু বলে মানবই। উনি তো আমার বন্ধুই। বান্ধবীতে তো অসুবিধার কিছু নেই। এটা পরকীয়া নয়। বান্ধবী থাকা অন্যায় নয়।'' তবে প্রাক্তন শিক্ষামন্ত্রীর সঙ্গে বয়সের ফারাক থাকলেও তাদের দুজনের মধ্যে সম্পর্কের গভীরতা কতটা? সেই প্রশ্নের উত্তর অবশ্য এড়িয়ে গিয়েছেন অর্পিতা।