Kolkata News: দীর্ঘদিন ধরেই বাড়ির মধ্যে চলত অসামাজিক কাজকর্ম! শহরে গ্রেফতার ৩

Published : Mar 15, 2025, 05:37 PM IST
kolkata police

সংক্ষিপ্ত

একটি পরিবারের বিরুদ্ধে অসামাজিক কাজকর্ম করার অভিযোগ দীর্ঘদিন ধরে স্থানীয় ক্লাবের কাছে জমা পড়ছিলো। শুক্রবার এই বিষয়টি নিয়ে পিরপুকুর রোডে অবস্থিত শান্তিসংঘ ক্লাবের পক্ষ থেকে বেশ কয়েকজন যায় ওই পরিবারের সঙ্গে দেখা করতে যায়।

কলকাতা: এলাকার মধ্যে অসামাজিক কাজকর্মের অভিযোগ (Kolkata News)। গ্রেফতার একই পরিবারের ৩ জন সদস্য। ঘটনাটি ঘটেছে, বাঁশদ্রোণীর বিদ্যাসাগর পার্ক এলাকায়। জানা গিয়েছে, একটি পরিবারের বিরুদ্ধে অসামাজিক কাজকর্ম করার অভিযোগ দীর্ঘদিন ধরে স্থানীয় ক্লাবের কাছে জমা পড়ছিলো। শুক্রবার এই বিষয়টি নিয়ে পিরপুকুর রোডে অবস্থিত শান্তিসংঘ ক্লাবের পক্ষ থেকে বেশ কয়েকজন যায় ওই পরিবারের সঙ্গে দেখা করতে যায়। অভিযোগ, সেই সময় অভিযুক্তদের পরিবারের লোকজন ক্লাবের সদস্যদের উপর আক্রমণ করেন। ধারালো অস্ত্র দিয়ে তাঁদের ওপর এলোপাথারি কোপ দেয়।

এরপরই ক্লাবের পক্ষ থেকে বিষয়টি বাঁশদ্রোণী থানায় জানিয়ে লিখিত অভিযোগ দায়ের করা হয়। ক্লাব কর্তৃপক্ষের অভিযোগ (Crime News), বাইরে থেকে লোকজন এনে ক্লাবের লোকজনকে মারধর করা হয়। আক্রান্ত অমর রায় নামের এক ক্লাব সদস্য অভিযোগ করে জানান যে, দোলের দিন সন্ধ্যায় ওই পরিবারের সঙ্গে দেখা করতে গেলে অভিযুক্ত ব্যক্তিরা যথা (১) রাজেন্দ্র রায়, (২) রাহুল দাস, (৩) টিঙ্কু দাস এবং (৪) রুদ্র রায় তাঁকে এবং তার সঙ্গীদের (ক্লাবের সদস্য) যথা বাবন সামন্ত, রতন দাস, অভিজিৎ সরকার, অজয় সিংকে বাধা দেয় এবং স্বেচ্ছায় আঘাত করে এবং অজয় সিংকে একটি বড় ধারালো কাটার (বঁটি) দিয়ে হত্যার চেষ্টা করে। এছাড়াও, তারা বাবন সামন্তের মোটরসাইকেলে হামলা চালায়। যারফলে প্রায় ৩০,০০০ টাকার ক্ষতি হয়। ক্লাব

সদস্যদের অভিযোগের ভিত্তিতে একই পরিবারের তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ (Kolkata Police)। পুলিশ সূত্রে খবর, অমর রায় নামে শান্তিসংঘ ক্লাবের এক সদস্য ওই পরিবারের বিরুদ্ধে অসামাজিক কাজকর্মের অভিযোগ তুলে বাঁশদ্রোণী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগের ভিত্তিতে পুলিশ ১১৫(২)/, ১২৬(২)/, ১০৯/, ৩২৪(৪)/, ৩(৫) ধারায় মামলা রুজু করে। ঘটনায় গ্রেফতার একই পরিবারের তিন সদস্য। ধৃতদের নাম--টিঙ্কু দাস (৩৬), রাহুল দাস (৩১), রুদ্র রায় (১৯)। ধৃতদের বিরুদ্ধে ওই ক্লাবের সদস্য বাবন সামন্ত ও অমর রায়কে কাটারি দিয়ে খুন করার চেষ্টার অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, বাবন সামন্তের বাইকেও হামলা চালায় অভিযুক্তরা। অন্যদিকে, ধৃতেরা কী ধরনের অসামাজিক কাজকর্ম চালাত তা খতিয়ে দেখছে পুলিশ। এছাড়াও গোটা বিষয়টি খতিয়ে দেখে ঘটনার তদন্তে নেমেছে বাঁশদ্রোণী থানার পুলিশ।

PREV
click me!

Recommended Stories

'ভারতকে হিন্দু রাষ্ট্র বানাবোই, এটা বাবরের দেশ নয়', কলকাতায় এসে হুঙ্কার ধীরেন্দ্র শাস্ত্রী
Gita Path : 'মুখ্যমন্ত্রী না এসে প্রমাণ করলেন প্রকৃত হিন্দু নন' তোপ শুভেন্দু অধিকারীর