বিরোধী দলনেতার সঙ্গে বিমল-রোশন সাক্ষাৎ, ভোটের আগে দলবদলের জল্পনা! কোন পথে পাহাড়ের রাজনীতি?

Published : Aug 01, 2025, 03:18 PM IST

Suvendu Adhikari: নিজাম প্যালেসে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাৎ গোর্খা জনমুক্তি মোর্চার নেতাদের। ভোটের আগে এই সাক্ষাৎ অত্যন্ত তাৎপর্য পূর্ণ। কী কথা হল? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি… 

PREV
15
শুভেন্দু-গুরুং বৈঠক ঘিরে জল্পনা

২০২৪ এর লোকসভা নির্বাচনেও গেরুয়া শিবিরের দিকে ঝুঁকে ছিলেন বিমল গুরুং , রোশন গিরিরা। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে কলকাতায় এসে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে বিমল, রোশনের একান্ত সাক্ষাৎ। শুক্রবার নিজাম প্যালেসে বিরোধী দলনেতার সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন গোর্খা জনমুক্তি মোর্চার এই দুই নেতা। যা রাজ্যে রাজনীতির পরিপ্রেক্ষিতে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। 

25
গোর্খা জনমুক্তি নেতাদের সঙ্গে কী নিয়ে বৈঠক?

বিজেপি সূত্রে খবর, শুক্রবার নিজাম প্যালেসে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন উত্তরবঙ্গের গোর্খা জনমুক্তি মোর্চার দুই নেতা বিমল গুরুং ও রোশন গিরি। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তাহলে কী ভোটের আগেই দল বদল করবেন পাহাড়ের এই দুই নেতা? যদিও সেই বিষয়ে  এখনও পর্যন্ত স্পষ্টভাবে কিছুই জানা  যায়নি। 

35
পাখির চোখ বিধানসভা নির্বাচন

রাজ্যে যেহেতু বছর ঘুরলেই ছাব্বিশের বিধানসভা নির্বাচন। তার জন্য এখন থেকেই ভোটের ময়দানে নিজেদের মাটি শক্ত করতে নেমে পড়েছে গেরুয়া শিবির। এই আবহে পাহাড়ের দুই হেভিওয়েট নেতার সঙ্গে শুভেন্দুর আজকের বৈঠক নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

45
আসন সমঝোতা নিয়ে বৈঠক?

এর আগে বিমল গুরুংকে  অবশ্য ২০২৪ সালের লোকসভা নির্বাচনের সময় শুভেন্দুর একটি জনসভায় দেখা গিয়েছিল। যদিও সেই সময় তিনি বিজেপিতে যোগ দিচ্ছেন কীনা সেই প্রশ্নের জবাবে- রাজনীতিতে সব সম্ভব বলেই এড়িয়ে  গিয়েছিলেন। এবার ফের বাংলায় বিধানসভা ভোটের মুখে রাজ্যের বিরোধী দলনেতার সঙ্গে সাক্ষাৎ যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ সে কথা বলাই বাহুল্য! 

55
উত্তরে বিজেপির সমীকরণ

এমনিতেই উত্তরবঙ্গে কার্শিয়াঙে বিজেপি বিধায়কের সঙ্গে দলের সম্পর্ক খুব একটা ভালো নয়। তাহলে কী আসন্ন বিধানসভা নির্বাচনে আসন সমঝোতা করতে আগেভাগে বিরোধী দলনেতার সঙ্গে বৈঠক সারলেন বিমল গুরুং আর রোশন গিরি? এই উত্তর অবশ্য সময়ই বলবে। তবে এখন দেখার গোর্খা  জনমুক্তি মোর্চার নেতাদের সঙ্গে শুভেন্দু সাক্ষাৎ এর জল কোনদিকে গড়ায়। 

Read more Photos on
click me!

Recommended Stories