কলকাতা মেট্রো নিয়ে তৃণমূলের প্রশ্ন সংসদে, কোটি কোটি টাকার হিসেব দিলেন রেলমন্ত্রী

Published : Aug 01, 2025, 08:59 AM IST

Kolkata Metro: তৃণমূল সাংসদ মালা রায় লিখিত প্রশ্নে প্রত্যেক বছরে মেট্রো রেলের রক্ষণাবেক্ষণের হিসেব জানতে চেয়েছিলেন। কিন্তু রেলমন্ত্রী মোট টাকার কথা বলেছেন। তিনি বছর ভিত্তিক হিসেব দেনননি।

PREV
15
কলকাতা মেট্রো নিয়ে সংসদে প্রশ্ন

দেশের সবথেকে প্রাচীনতম মেট্রেো হল কলকাতা মেট্রো। কিন্তু এই মেট্রো নিয়ে সম্প্রতি একাধিক প্রশ্ন উঠছে। সম্প্রতি বার বার ব্যহত হচ্ছে কলকাতা মেট্রোর পরিষেবা। এবার দেশের প্রাচীনতম মেট্রো নিয়ে প্রশ্ন উঠল সংসদে। তৃণমূল কংগ্রেস মালা রায়ের প্রশ্নের উত্তর দিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তৃণমূল সাংসদের প্রশ্ন ছিল কলকাতা মেট্রোর রক্ষণাবেক্ষণের জন্য গত ৫ বছরে ঠিক কত টাকা খরচ করেছে কেন্দ্রীয় সরকার। লিখিত প্রশ্নের উত্তর দিয়েছেন রেলমন্ত্রী।

25
রক্ষণাবেক্ষণে খরচ ২৮ কোটি

তৃণমূল সাংসদ মালা রায় লিখিত প্রশ্নে প্রত্যেক বছরে মেট্রো রেলের রক্ষণাবেক্ষণের হিসেব জানতে চেয়েছিলেন। কিন্তু রেলমন্ত্রী মোট টাকার কথা বলেছেন। তিনি বছর ভিত্তিক হিসেব দেনননি। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, মেট্রোর বিভিন্ন স্টেশন, প্ল্যাটফর্ম, লাইন ও শেডের রক্ষণাবেক্ষণের জন্য ২৮ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। একলপ্তে হিসেব দিলেও তিনি বাৎসরিক হিসেব দেননি।

35
মেট্রোর কর্তৃপক্ষের বয়ান

মেট্রো কর্তৃপক্ষের দাবি তারা নির্দিষ্ট সময়ে নিয়ম মেনেই মেট্রোর রক্ষণাবেক্ষণ করেন। কিন্তু মাঝেমধ্যে যে সমস্যা তৈরি হয় তাই নিয়ে মেট্রো কর্তপক্ষ কোনও মন্তব্য করতে চাননি। সম্প্রতি মেট্রোর রেলের পিলারে ফাটল দেখা গিয়েছে। সেই কারণে ব্যাহত হয়েছিল মেট্রো পরিষেবা। সমস্যায় পড়তে হয়েছিল যাত্রীদের। যাত্রীদের অভিযোগ নির্ধারিত সময়ে যদি রক্ষণাবেক্ষণ করা হত তাহলে এজাতীয় সমস্যা তৈরি হল না। বর্ষাকালে মেট্রোর লাইনে ও প্ল্যাটফর্মে জল ঢুকে যায়। যার কারণে ব্যবহ হয় পরিষেবা। এই নিয়ে অবশ্য মেট্রো ও কলকাতা পুরসভা একে অপরের ঘাড়ে দায় ঠেলতেই ব্যস্ত থাকে।

45
মোদীর জমানায় মেট্রোর উন্নতি

রেলমন্ত্রী তৃণমূল কংগ্রেসের লিখিত প্রশ্নের উত্তরে মেট্রোর বিষয়ে একাধিক তথ্য দিয়েছেন। তিনি বলেছেন, ১৯৭২ সালে কলকাতা মেট্রোর কাজ শুরু হয়েছিল। এখনও পর্যন্ত ৬৯ কিলোমিটার লাইন বসেছে শহরে। ১৯৭২-২০১৪ পর্যন্ত ৪২ বছরে ২৮ কিলোমিটার লাইন বসেছেন। এই সময়কালে দিল্লিতে ছিল কংগ্রেস সরকার। বরাদ্দ হয়েছিল ৫৯৮১ কোটি টাকা। ২০১৪-এপর্যন্ত ১১ বছরে অর্থাৎ মোদী সরকারের জমানায় ৮১ কিলোমিটার লাইন বসেছে। খরচ হয়েছে ২৫৫৯৩ কোটি টাকা।

55
নতুন লাইন মেট্রোর

অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন কলকাতা মেট্রোয় নতুন করে ৫৬ কিলোমিটার লাইন বসানোর পরিকল্পনা রয়েছে। রেলমন্ত্রী বলেছেন, জমি অধিগ্রহণে রাজ্য সরকারের অনীহার কারণে ২০ কিলোমিটারের কাজ বন্ধ রয়েছে।

Read more Photos on
click me!

Recommended Stories