মদন মিত্রের 'রাম-বাণে' বিজেপির নিশানায় তৃণমূল বিধায়ক, তীব্র কটাক্ষ দিলীপ ঘোষের

Published : Dec 19, 2025, 08:48 PM IST

Dilip Ghosh On Madan Mitra: কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের রাম মন্তব্য ইস্যুতে তরজা শুরু রাজ্য রাজনীতিতে। পাল্টা তৃণমূল বিধায়ককে তোপ প্রাক্তন বিজেপি সাংসদ দিলীপ ঘোষের। বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

PREV
15
দিলীপের মদন বাণ

‘রাম মুসলমান’! কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের এই মন্তব্য আপাতত রাজ্যরাজনীতির হটকেক। সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল মদনের এই বিতর্কিত মন্তব্য রামকে নিয়ে। এবার তাঁকে পাল্টা আক্রমণ শানালেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। মদন মিত্রের ন্যূনতম জ্ঞানবোধ নিয়েও প্রশ্ন তুলে সরব হন বিজেপির প্রাক্তন সাংসদ। 

25
মদন মিত্রকে আক্রমণ দিলীপের

এদিকে মদনের মন্তব্য ঘিরে আগেই বিজেপির তরফে দাবি করা হয়েছে যে, তার মন্তব্য হিন্দু ধর্মে বিশ্বাসী মানুষদের আঘাত করেছে। এবার একই ইস্যুতে সুর চড়ালেন দিলীপ ঘোষ। তিনি বলেন যে-''এই ধরনের মন্তব্য করার আগে ইতিহাস-সময়কাল সম্পর্কে ন্যূনতম জ্ঞান থাকা খুবই জরুরি। ভগবান রামের জন্ম ইসলাম ধর্ম সৃষ্টির বহু আগে হয়েছে। ফলে এই ধরনের মন্তব্য বাস্তবতা এবং ইতিহাস দুটোর সঙ্গেই অসামঞ্জস্যপূর্ণ।

45
আর কী বললেন দিলীপ ঘোষ?

এদিন দিলীপ আরও বলেন, ‘’কখন কোন বিষয়ে কথা বলতে হয়, আর কোথায় কী বলতে হয় সেই বিষয়ে সামান্য বোধটুকু তৃণমূল নেতাদের নেই। দলের অন্য নেতাদেরও প্রায় একাধিকবার দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করতে দেখা গিয়েছে।'' তিনি জানান যে, ধর্মীয় বিষয় নিয়ে এই ধরনের মন্তব্য মানুষের ভাবাবেগে আঘাত করে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে। 

55
বিজেপির রোষানলে মদন

যদিও গোটা ঘটনা এবং সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া ওই ভিডিয়ো নিয়ে বিজেপির অন্য কোনও নেতৃত্বের তরফে কোনওরকম মন্তব্য করা হয়নি। তবে দিলীপ ঘোষের বক্তব্যকে সামনে রেখেই মদন ইস্যুতে চলছে জোর তরজা। এখন দেখার মদনের এই রাম বাণ কতদূর গড়ায়।

Read more Photos on
click me!

Recommended Stories