Dilip Ghosh News: রাজ্য বিজেপির অন্দরে ফের চর্চায় দিলীপ ঘোষ। রাজ্য বিজেপির বর্তমান সভাপতি শমীক ভট্টাচার্যের হাত ধরে তাহলে কী গলছে বরফ? নিজের পুরনো অফিসে ফিরছেন দিলীপ ঘোষ? বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…
অবশেষে কী তাহলে বরফ গলছে? রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ শনিবার বিজয় সন্মেলন সারতে যোগ দেন বিজেপির পুরোন অফিস ৬ নম্বর মুরুলী ধর সেন লেনে। যে অফিসে বসে তিনি বিজেপিকে ১৮ সাংসদ , ৭৭ জন বিধায়ক উপহার দিয়েছিলেন দলকে।
25
পুরনো ঠিকানায় ফিরলেন দিলীপ ঘোষ
যে অফিসে তাকে এতদিন ঢুকতে দেওয়া হতো না,তার ঘর ও ভেঙে দেওয়া হয়েছিলো । এমনকি নীচের হল ঘরে কর্মীদের সঙ্গে কথা বলার অপরাধে ঐ ঘরে তালা লাগিয়ে দেওয়া হয়েছিলো । শমীক ভট্টাচার্য সভাপতি হয়ে উদ্যোগ নেয় বরফ গলার জন্য। জানা গিয়েছে , আবার ও দিলীপ ঘোষকে কোর-কমিটিতে নিয়ে আসা হচ্ছে ।
35
কোর-কমিটিতে ফিরছেন দিলীপ
সূত্রের খবর, শনিবার গেরুয়া শিবিরের বিজয়া সম্মিলনী ঘুরে ৬ নম্বর মুরলীধর সেন লেনে শমীক ভট্টাচার্য , রাহুল সিনহা সহ সব বিজেপির কার্যকর্তারাকে আমন্ত্রণ জানানো হয়। ওই দিন দুপুর তিনটের সময় এই অনুষ্ঠান শুরু হয় । কার্যত দিলীপ ঘোষকে নিয়ে বহু বিতর্কের অবসান ঘটে শনিবারের এই বিজয় সম্মিলনী অনুষ্ঠানকে ঘিরে ।
এদিকে রাজ্য বিজেপিতে নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে শুরু হয়েছে জল্পনা। শমীক ভট্টাচার্যের নেতৃত্বে দলের ভবিষ্যৎ রূপরেখা তৈরি করতে নানা রাজনৈতিক সমীকরণ ও দলের অভ্যন্তরীণ শৈলীতে চলছে সরগরম প্রস্তুতি। কারা পাবে নেতৃত্বের আসন, কারা বাদ পড়বে এবং কোন পুরোনো মুখেরা ফিরতে পারেন—তা নিয়ে এখন চলছে জোর কাটাছাঁট। তৃণমূলের ‘বাঙালি অস্মিতা’ রাজনীতির বিরুদ্ধে পালটা মিঠুনকে দলের মুখ করে রাজ্যে প্রচার জোরদার করার চেষ্টা BJP-র তরফে লক্ষ্য হিসাবে উঠে এসেছে। এবারের নতুন কমিটিতে দিলীপের ভূমিকা কতটা শক্তিশালী হবে, সেটাই এখন রাজনৈতিক মহলের চোখে রাখার বিষয়।
55
পুরনো ছন্দে ফিরছেন দিলীপ ঘোষ
সূত্রের খবর, রাজ্য বিজেপিতে নতুন কমিটি গঠন নিয়ে জোরদার চর্চা চলছে। নতুন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের নেতৃত্বে তৈরি হতে চলেছে রাজ্য কমিটির নতুন রূপরেখা। কারা হবেন সাধারণ সম্পাদক, কারা বাদ পড়বেন, এবং কোন পুরোনো মুখেরা ফিরতে পারেন—তা নিয়ে এখন চলছে জোর কাটাছাঁট। সূত্রের খবর, শমীকের পছন্দের তালিকা নিয়ে দলে চলছে টানাপড়েন। একসময় বিজেপির রাজ্য নেতৃত্বে শমীকের জুটির অংশ ছিলেন যিনি, সেই প্রাক্তন রাজ্য সভাপতিরও ভূমিকা থাকছে এই কমিটি গঠনে। ফলে পুরোনো সম্পর্ক আর রাজনৈতিক সমীকরণ নতুন কমিটিতে বড় ভূমিকা নিতে চলেছে বলে মনে করছে রাজনৈতিক মহল।