জনসমক্ষে মেলামেশা বারণ! গুরুত্বর অসুস্থ সঞ্জয় রাউত, দ্রুত আরোগ্য কামনা মোদীর
Sanjay Raut Health Update: গুরুতর অসুস্থ শিবসেনা দলের নেতা সঞ্জয় রাউত। ভর্তি হাসপাতালে। হঠাৎ কী হল উদ্ধব ঠাকরের দলের অন্যতম গুরুত্বপূর্ণ নেতার? বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

অসুস্থ সঞ্জয় রাউত
হঠাৎই প্রচণ্ড অসুস্থ শিবসেনা শিবিরের নেতা তথা রাজ্যসভার সাংসদ উদ্ধব ঠাকরে। গুরুত্বর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি তিনি। শনিবার রাতেই নিজের শারীরিক পরিস্থিতির কথা জানিয়ে এক্স হ্যান্ডেলে একটি বার্তা পোস্ট করেন সঞ্জয় রাউত। সেখানে তিনি লেখেন, ‘’স্বাস্থ্যগত সমস্যার কারণে আপাতত আমি চিকিৎসাধীন। শারীরিক পরিস্থিতি খারাপ হওয়ায় ডাক্তাররা আমাকে বাইরে বেরতে এবং জনসমক্ষে মেলামেশা করতে বারণ করেছে। ডাক্তারি পর্যবেক্ষণে রয়েছি। আশা করছি নতুন বছরে শরীর ঠিক হয়ে যাবে।''
— Sanjay Raut (@rautsanjay61) October 31, 2025
রাউতের সুস্থতা কামনা মোদীর
এদিকে শিবসেনা দলের অন্যতম নেতা সঞ্জয় রাউতের অসুস্থতার খবরে দ্রুত তার সুস্থতা কামনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন নিজের এক্স হ্যান্ডেলে রাউতের সুস্থতা কামনায় একটি বার্তা পোস্ট করেছেন তিনি। সেখানে প্রধানমন্ত্রী লেখেন, ‘’সঞ্জয় রাউতের দ্রুত সুস্থতা কামনা করি।''
Praying for your speedy recovery and good health, Sanjay Raut Ji.@rautsanjay61https://t.co/nGgRFO4AhS
— Narendra Modi (@narendramodi) October 31, 2025
কী হয়েছে সঞ্জয় রাউতের?
জানা গিয়েছে, রাজ্যসভার সাংসদ পাশাপাশি শিবসেনা দলের উদ্ধব ঠাকরে শিবিরের গুরুত্বপূর্ণ নেতা হলেন সঞ্জয় রাউত। শনিবার দলীয় সমাবেশে যাওয়ার সময় আচমকা অসুস্থ হয়ে পড়েন তিনি। তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপরই প্রকাশ্যে আসে সঞ্জয়ের অসুস্থতার খবর।
রাজনীতি থেকে দূরে রাউত!
মহারাষ্ট্রে সামনে একের পর এক গুরুত্বপূর্ণ নির্বাচন। এমন সময় রাজনীতির আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা সঞ্জয় রাউত সাময়িকভাবে জনসম্মুখ থেকে সরে দাঁড়িয়েছেন বলে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। নভেম্বরের মধ্যভাগে পৌর পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর ডিসেম্বর মাসে হতে পারে জেলা পরিষদ নির্বাচন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্রিহানমুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন (বিএমসি) নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা জানুয়ারি মাসে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, এই সময় রাউতের আড়ালে থাকা পরিস্থিতিকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে।
বিজেপির সমালোচনায় সরব রাউত
নভেম্বর ২০২৪-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রচার স্লোগান ‘এক হ্যায় তো সেফ হ্যায়’-এর তীব্র সমালোচনা করেন সঞ্জয় রাউত। তিনি বলেন, “মহারাষ্ট্রে মানুষ আগেই নিরাপদ। কিন্তু মোদী যখনই আসেন, তখনই রাজ্যে বিভাজনের রাজনীতি ও উত্তেজনা সৃষ্টি হয়।” এর আগে, ২০২৪ সালের এপ্রিল মাসে রাউত অভিযোগ করেছিলেন যে, লোকসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী মোদী মডেল কোড অফ কন্ডাক্ট ভঙ্গ করছেন। তাঁর দাবি ছিল, প্রধানমন্ত্রী সরকারি পদ এবং ক্ষমতা ব্যবহার করে নির্বাচনী প্রচার চালাচ্ছেন। তিনি আরও অভিযোগ করেন, সম্প্রতি মোদীর মুম্বই সফর ছিল “গৌতম আদানি-কে জমি দেওয়ার জায়গা খোঁজার জন্য।”

