২০০২ সালের ভোটার তালিকায় নাম রয়েছে কীনা জানবেন কীভাবে? নতুন ওয়েবসাইট চালু করল নির্বাচন কমিশন

Published : Oct 31, 2025, 05:59 PM IST

WB SIR Related New Website: এসআইআর সংক্রান্ত তথ্য এবং ২০০২ সালের ভোটার তালিকা যাচাইয়ের জন্য এবার নতুন পদক্ষেপ নিলো বাংলার মুখ্য নির্বাচনী আধিকারিক দফতর। বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

PREV
15
নতুন ওয়েবসাইট

এসআইআর লাগু হতেই রাজ্য জুড়ে ক্রমশ ছড়াচ্ছে নানারকম বিভ্রান্তি। জনমানষে তৈরি হচ্ছে ভীতি। এবার তা কাটতে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিলো রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। মুছে ফেলা হল আগের ওয়েবসাইট। এবং চালু করা হল নতুন ওয়েব সাইট। যেখানে মিলবে ২০০২ সালের ভোটার তালিকার যাবতীয় তথ্য। 

25
কেন নতুন ওয়েবসাইট?

জানা গিয়েছে, গত ২৭ অক্টোবর অর্থাৎ সোমবার পশ্চিমবঙ্গ সহ দেশের একাধিক রাজ্য চালু হয়েছে এসআইআর (SIR) বা ভোটার তালিকা নিবিড় সংশোধন। যা নিয়ে সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে নানারকম বিভ্রান্তি। ফলে বাংলার ভোটাররা তথ্য যাচাইয়ের জন্য ২০০২ সালের ভোটার তালিকা দেখতে রাজ্য নির্বাচন কমিশনের ওয়েবসাইটে গেলেও সেখান থেকে তারা কোনও তথ্য পাননি। ফলে ক্ষুদ্ধ হয়ে ওঠেন আমজনতা। পরিস্থিতি সামাল দিতে তড়িঘড়ি সিদ্ধান্ত বদল। পাল্টে ফেলা হল বাংলার নির্বাচন কমিশন দফতরের পুরনো ওয়েবসাইট। বদলে আনা হলো নতুন আরও একটি ওয়েবসাইটে। যেখানে সাধারণ মানুষের ভোটার তালিকা সংক্রান্ত যাবতীয় প্রশ্নের উত্তর মিলবে। 

35
নতুন ওয়েবসাইটের নাম কী?

জানা গিয়েছে, এই পরিস্থিতিতে শুক্রবার নতুন ওয়েবসাইট আনল রাজ্য মুখ্য নির্বাচন কমিশন দফতর। নয়া এই ওয়েবসাইটটি হল- https://ceowestbengal.wb.gov.in/ 
সূত্রের খবর, এই ওয়েবসাইটে মিলবে ২০০২ সালের ভোটার তালিকার যাবতীয় নথি এবং এসআইআর (SIR) সংক্রান্ত যে কোনও কাজ করা যাবে এখানে ক্লিক করে।

45
ভোটার তালিকা কীভাবে বের করবেন?

রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের এই https://ceowestbengal.wb.gov.in/ ওয়েবসাইটে গিয়ে ক্লিক করলেই সেখানে রাজ্যের সমস্ত জেলার নাম লেখা থাকবে। আপনি বা আপনার বাবা-মা ২৩ বছর আগে যে জেলার ভোটার ছিলেন, প্রথমে সেই জেলার নামে ক্লিক করতে হবে। তারপর খুলে যাবে সংশ্লিষ্ট জেলার বিধানসভাগুলির নাম। সেই সময় আপনি যে বিধানসভা এলাকার ভোটার ছিলেন, সেই বিধানসভা কেন্দ্রের নামে ক্লিক করলে খুলে যাবে ভোটকেন্দ্রের (পোলিং স্টেশন) নাম। ‘স্ক্রল’ করে সেই কেন্দ্রের নামে ক্লিক করলেই আপনি দেখতে পাবেন ভোটার তালিকা। 

55
রাজ্যজুড়ে শুরু এসআইআর-এর কাজ

এদিকে রাজ্যজুড়ে জোরকদমে শুরু হয়ে গিয়েছে ভোটার তালিকা নিবিড় সংশোধনের কাজ। এসআইআর এর ফর্ম জেনারেটের কাজ শুরু হয়ে গিয়েছে। অনেক জেলায় ইতিমধ্যেই তা ছাপানোর কাজ শুরু হয়ে গিয়েছে। নির্বাচন কমিশন সূত্রে খবর, আগামী দুই দিনের মধ্যেই এই কাজ শেষ হয়ে যাবে। খুব স্বাভাবিক ভাবেই পশ্চিমবঙ্গের সঙ্গে জরুরি এই বৈঠক করে তাই নির্বাচন কমিশন আশা করছে, সুষ্ঠু অবাধ ও শান্তিপূর্ণভাবেই এই রাজ্যে এসআইআর-এর কাজ শেষ হবে।

Read more Photos on
click me!

Recommended Stories