- Home
- West Bengal
- West Bengal News
- WB Heavy Rain Alert: সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ, সকালেই আঁধার নামবে এই জেলাগুলিতে, জানুন আবহাওয়ার বিরাট আপডেট
WB Heavy Rain Alert: সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ, সকালেই আঁধার নামবে এই জেলাগুলিতে, জানুন আবহাওয়ার বিরাট আপডেট
WB Weather Forecast: রবিবার সকাল থেকেই আকাশের মুখ উজ্জ্বল। ভোররাতে বৃষ্টি হলেও সকালে আকাশে দেখা দিয়েছে সূর্যদেব। আজ সারাদিন কেমন থাকবে আবহাওয়া? জানুন বড় আপডেট। দেখুন ফটো গ্যালারিতে…

বঙ্গে ফের নিম্নচাপের আশঙ্কা
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তর বঙ্গোপসাগরে ভারত ও বাংলাদেশ সংলগ্ন উপকূলে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। আগামী ৪৮ ঘণ্টায় নিম্নচাপে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। যার জেরে হতে পারে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত।
ভারী বৃষ্টির সতর্কতা
বাংলাদেশের ঘূর্ণাবর্ত থেকে মধ্যপ্রদেশ পর্যন্ত অক্ষরেখা। এটি উত্তর ঝাড়খন্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গিয়েছে। এর প্রভাবেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে।
দক্ষিণে সারাদিন মেঘলা আকাশ
হাওয়া অফিস সূত্রে খবর, রবিবার দক্ষিণবঙ্গে থাকবে মেঘলা আকাশ। সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হালকা ঝোড়ো হাওয়া বইবে বলেও পূর্বাভাস দিয়েছে।
অতি ভারী বৃষ্টির পূর্বাভাস
উপকূল ও পশ্চিমের জেলায় বৃষ্টি বেশি হবে। রবিবার থেকে মঙ্গলবার এর মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।
কোন কোন জেলায় অতিবৃষ্টি?
হাওয়া অফিসের তরফে অতিভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলাতে।
দক্ষিণের সব জেলাতেই ভারী বৃষ্টি
হাওয়া অফিস সূত্রে খবর, রবিবার থেকে দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলা ছাড়াও কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা সোম ও মঙ্গলবার পর্যন্ত থাকবে।
কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?
এই বিষয়ে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলাতে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে সব জেলাতেই।
উত্তরে ভারী বৃষ্টির পূর্বাভাস?
এছাডা়ও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে সব জেলাতেই। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতি বেগে দমকা ঝোড়ো বাতাসও বইবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস।

