পুজোর আগেই যাত্রীদের জন্য দারুন সুখবর, ফের আরও একটি রুটে বাড়ছে মেট্রোর সংখ্যা

Published : Aug 24, 2025, 07:36 AM IST

Kolkata Metro News: সপ্তাহান্তে যাত্রীদের জন্য ফের সুখবর। আরও বাড়ছে মেট্রোর সংখ্যা। ফলে অফিস টাইমে ভিড়ে ঠাসা  মেট্রোয় ভোগান্তির দিন শেষ। কোন রুটে বাড়ছে মেট্রো? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি… 

PREV
15
ফের বাড়ছে মেট্রোর সংখ্যা

ইস্ট-ওয়েস্ট রুটে মেট্রোর উদ্বোধনের একদিন পার না হতেই মেট্রো যাত্রীদের জন্য ফের দারুন সুখবর দিলো কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ। মেট্রোরেল সূত্রে খবর, কলকাতা মেট্রোয় যাত্রীদের সুবিধার্থে বাড়ছে মেট্রোর সংখ্যা। ফলে এবার থেকে অতিরিক্ত পরিষেবা পাবেন যাত্রীরা।  

25
কোন রুটে বাড়ছে মেট্রোর সংখ্যা

মেট্রোরেল সূত্রে খবর, সোমবার থেকে ব্লু লাইনে অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বাড়ছে মেট্রোর সংখ্যা। এদিকে রক্ষণাবেক্ষণের কাজের জন্য গত জুলাই  মাসের শেষ সপ্তাহ থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে কবি সুভাষ মেট্রো স্টেশন। এই অবস্থায় বাড়ছিল যাত্রী চাপও। সেই কথা মাথায় রেখে এই রুটে ফের বাড়ল মেট্রোর সংখ্যা।  

35
কতগুলি করে বাড়ানো হল মেট্রো?

শনিবার রাতেই এই বিষয়ে বিস্তারিত তথ্য জানিয়ে একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কলকাতা মেট্রোরেলওয়ে কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে যে, ব্লু লাইনে ,সোমবার অর্থাৎ ২৫ অগাস্ট থেকে মিলবে  অতিরিক্ত মেট্রোপরিষেবা। সারাদিনে মোট ২৮৪টি মেট্রো চলবে এই রুটে। 

45
আপ-ডাউন মিলিয়ে মোট কয়টি মেট্রো চলবে?

এই বিষয়ে আরও জানা গিয়েছে যে, আপ ও ডাউন মিলিয়ে দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত রুটে ১৪২ টি করে মোট ২৮৪ টি মোট চলত। আগে যেখানে ব্লু লাইনে আপ ও ডাউন মিলিয়ে মোট ১৬২ টি করে মেট্রো চলত। ফলে সোমবার থেকে এই রুটে মেট্রো বাড়লে নিত্যযাত্রী সহ পুজোর আগে সাধারণ মানুষের উপকার হবে বলে আশাবাদী মেট্রো কর্তৃপক্ষ। 

55
প্রথম ও শেষ মেট্রোর সময় সূচি

মেট্রোরেল সূত্রে খবর, মেট্রোর সংখ্যা বাড়ানো হলেও দিনের শুরু এবং শেষ মেট্রোর সময় সূচিতে কোনও বদল থাকছে না। দিনের প্রথম মেট্রো দক্ষিণেশ্বর থেকে ছাড়বে সকাল ৬টা ৫৫ মিনিটে। এছাড়াও প্রতিদিনের মতোই সকাল ৬টা ৫০ থেকে শুরু হয়ে যাবে মেট্রো পরিষেবা। এবং শেষ মেট্রো রাত ০৯টা ৪৪ মিনিটে। যা শহিদ ক্ষুদিরাম স্টেশন থেকে দক্ষিণেশ্বরের উদ্দেশে রওনা দেবে। 

Read more Photos on
click me!

Recommended Stories