- Home
- West Bengal
- West Bengal News
- ছুটির দিনেও দক্ষিণবঙ্গে নিম্নচাপের কাঁটা, বেলা বাড়তেই আবহাওয়ায় বিরাট পরিবর্তন
ছুটির দিনেও দক্ষিণবঙ্গে নিম্নচাপের কাঁটা, বেলা বাড়তেই আবহাওয়ায় বিরাট পরিবর্তন
WB Weather Forecast Today: সকাল থেকে আকাশের মুখ উজ্জ্বল থাকলেও ঘুরছে নিম্নচাপ অঞ্চল। ছুটির দিনে বেলা বাড়তেই আবহাওয়ায় বিরাট পরিবর্তন। সারাদিন কেমন থাকবে মহানগরের আবহাওয়া? জানুন বিশদে সম্পূর্ণ ফটো গ্যালারি দেখুন…

আজকের আবহাওয়ার আপডেট
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ সংলগ্ন এলাকার ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে। যার ফলে এটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অভিমুখ করে রয়েছে। আগামী ২৪ ঘন্টায় ঝাড়খন্ডে চলে যাবে। মৌসুমী অক্ষরেখা সক্রিয় রয়েছে। ফলে বঙ্গে প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
মৎস্যজীবীদের সতর্কবার্তা
সমুদ্র উত্তাল থাকার কারণে ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূলে মৎস্যজীবীদের রবিবার মাছ ধরতে যেতে নিষেধ করেছে আবহাওয়া দফতর। এছাড়াও দক্ষিণবঙ্গ জুড়ে দফায় দফায় বাড়বে বৃষ্টির পরিমাণ।
কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?
দক্ষিণবঙ্গে মূলত মেঘলা আকাশ। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে সব জেলার কিছু কিছু অংশে।ও উপকূলের জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি। সোমবারের পর বৃষ্টির সম্ভাবনা অনেকটা কমবে। রবিবার ভারী বৃষ্টি পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পুরুলিয়া এবং বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলাতে। রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান জেলাতে।
উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে
হাওয়া অফিস সূত্রে খবর, উত্তরবঙ্গে বৃষ্টি কম থাকবে। ভারী বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে। রবিবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে। সোমবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমবে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি বিক্ষিপ্তভাবে হওয়ার সম্ভাবনা রয়েছে।
বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস
উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে। উপরের দিকে জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস বইতে পারে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা। সোমবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি ওপরের দিকের দু- এক জেলায়।

