Calcutta High Court On Circus: দূষণের কারণে এক দশকেরও বেশি সময় ধরে বন্ধ থাকা পার্ক সার্কাস ময়দানে এবার আয়োজিত হতে চলেছে সার্কাস মেলা। মিলল আদালতের ছাড়পত্র। কী বলল কলকাতা হাইকোর্ট? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…
প্রায় এক দশক পর অবশেষে পার্ক সার্কাস ময়দানে সার্কাস ফিরতে চলেছে। দূষণের অভিযোগে কলকাতা হাইকোর্টে দায়ের হওয়া জনস্বার্থ মামলায় কোনও অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল না ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বেঞ্চ। সূত্রের খবর, এক দশক পর পার্ক সার্কাস ময়দানে ফিরতে চলেছে সার্কাস। এই বিষয়ে মিলেছে কলকাতা হাইকোর্টের ছাড়পত্রও। কোনও অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল না আদালত। বুধবার কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়ে দিল, পার্ক সার্কাস ময়দানে সার্কাস আয়োজনে কোনও অসুবিধা নেই।
25
কী জানালো ডিভিশন বেঞ্চ?
জানা গিয়েছে, সার্কাস হবে ঘেরা জায়গায়। দর্শক সংখ্যাও অনেক কম। তাই দূষণের মাত্রা অনেক কম। তাছাড়া, সার্কাস আয়োজনের সমস্ত উপযুক্ত অনুমতি মিলেছে। এই যুক্তিতে পার্ক সার্কাস ময়দানে সার্কাস আয়োজনের অনুমতি দিল কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।
35
দূষণের কারণে জনস্বার্থ মামলা
২০১৪ সালের ডিসেম্বরে শেষবার পার্ক সার্কাস ময়দানে সার্কাস হয়েছিল। তারপর মা উড়ালপুল এবং এজেসি বোস উড়ালপুলের সংযোগের কাজের জেরে অনুমতি দেওয়া বন্ধ হয়ে যায়। গত ১ ডিসেম্বর পার্ক সার্কাস ময়দানের একদিকে সার্কাস আয়োজনের অনুমতি দিয়েছে কলকাতা পুরসভা। কিন্তু দূষণের কারণ দেখিয়ে সার্কাস আয়োজনের বিরোধিতা করে কলকাতা হাইকোর্টে দায়ের হয় জনস্বার্থ মামলা।
মামলাকারীর আইনজীবী আদালতে দাবি করেন, দূষণের কারণে ময়দান থেকে বইমেলা সরিয়ে পার্ক সার্কাস ময়দানে করার ভাবনা-চিন্তা হয়েছিল। তখনও দূষণের কারণে সেখানে বইমেলার বিরোধিতা করে হাইকোর্টে মামলা হয়েছিল। ২০০৮ সালে সেই মামলায় দূষণের কারণে বইমেলা পার্ক সার্কাস ময়দানে করার অনুমতি না দেওয়ায় তা অন্যত্র সরিয়ে নিয়ে যেতে হয়। আদালতের পর্যবেক্ষণ ছিল, দূষণ পর্ষদের বিধি মানা হয়নি। তাহলে একই কারণে পার্ক সার্কাস ময়দানে সার্কাসের অনুমতি দেওয়া হল?
55
দূষণবিধি নিয়ে কড়া পর্যবেক্ষণ
শুনানিতে কলকাতা পুরসভার পক্ষ থেকেও স্বীকার করে নেওয়া হয় যে, পার্ক সার্কাস ময়দানে সার্কাস আয়োজনের অনুমতি গত ১ ডিসেম্বর দেওয়া হয়েছে। তবে দূষণবিধির বিষয়ে আদালতে পুরসভা নির্দিষ্ট করে কিছু জানতে না পারায় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মামলাকারীর আইনজীবীকে এই মর্মে একটি হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেন। এদিন সেই হলফনামা আদালতে জমা পড়ে। সব দেখে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বেঞ্চ পার্ক সার্কাস ময়দানে সার্কাসের অনুমতি দেয়। এর ফলে প্রায় এক দশক পর পার্ক সার্কাস ময়দানে আবারও ফিরতে চলেছে সার্কাস।