- Home
- West Bengal
- West Bengal News
- পৌষের শুরুতেই জাঁকিয়ে শীত নয়, স্বাভাবিকের উপরেই পারদ! রইল আবহাওয়ার বিরাট আপডেট
পৌষের শুরুতেই জাঁকিয়ে শীত নয়, স্বাভাবিকের উপরেই পারদ! রইল আবহাওয়ার বিরাট আপডেট
WB Winter Alerts: পৌষের শুরুতেই বঙ্গে শুরু শীতের দাপট। লক্ষ্মীবারে ভোরবেলা থেকেই স্বাভাবিকের অনেকটাই নীচে পারদ। জেলায়-জেলায় কেমন থাকবে আবহাওয়া? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

আজকের আবহাওয়া কেমন থাকবে?
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী পাঁচ সাত দিনে জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই। সর্বনিম্ন তাপমাত্রা এক/দুই ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করবে। সকাল সন্ধ্যা শীতের আমেজ কমবে। সকালে হালকা কুয়াশা। দু এক জায়গায় মাঝারি কুয়াশা। ঘন কুয়াশার ঘন সতর্কবার্তা নেই রাজ্যে। মূলত দিনভর পরিষ্কার আকাশের সম্ভাবনা। কারণ, অসম সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত রয়েছে। উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝা। আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা এবং ঘূর্ণাবর্ত রয়েছে পাকিস্তান সংলগ্ন জম্মু-কাশ্মীরে। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে।এছাড়াও ওয়েষ্টার্লি জেট স্ট্রীম রয়েছে উত্তর ভারতে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
চলতি সপ্তাহে একটু বাড়বে তাপমাত্রা। কলকাতায় দিনের তাপমাত্রা স্বাভাবিকের নীচে আর রাতে স্বাভাবিকের ওপরে পারদ। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস। সামান্য বেড়েছে তাপমাত্রা। আজ পশ্চিমের জেলায় ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে সর্বনিম্ন তাপমাত্রা। সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকবে আগামী কয়েক দিন।
পশ্চিমের জেলাগুলিতে পারদ পতন
তাপমাত্রার বড়সড় পরিবর্তন নেই। স্বাভাবিকের কাছাকাছি কিংবা সামান্য উপরে/নীচে রাত ও দিনের তাপমাত্রা। আগামী সাতদিন এমনই থাকবে তাপমাত্রা। বড়সড় তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা কম। সকালের দিকে হালকা কুয়াশা/ ধোঁয়াশা পরে পরিষ্কার আকাশ। আপাতত শুষ্ক আবহাওয়া; বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। পশ্চিমের জেলাগুলিতে ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। উপকূলের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৫ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াস।
উত্তরবঙ্গের আবহাওয়া
খুব সকালে সামান্য কুয়াশার সম্ভাবনা। পরে পরিষ্কার আকাশ। উত্তরবঙ্গে শুষ্ক আবহাওয়া। স্বাভাবিকের কাছেই থাকবে তাপমাত্রা। শীতের আমেজ চলবে। তাপমাত্রার বড়সড় কোনও পরিবর্তন নেই। সকালেও রাতে শীতের আমেজ কমবে। দিনের বেলায় শীতের অনুভূতি অনেকটাই কমবে। পার্বত্য এলাকায় তাপমাত্রা সর্বনিম্ন ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকবে। পার্বত্য এলাকা এবং ওপরের দিকের পাঁচ জেলাতে তাপমাত্রা ৯ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকবে। মালদা ও সংলগ্ন জেলাতে অর্থাৎ উত্তরবঙ্গের নিচের দিকে ১৫ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকবে তাপমাত্রা।
কলকাতার শীতের আপডেট
আপাতত জাঁকিয়ে শীতের কোনও সম্ভাবনা নেই। রাতের তাপমাত্রা স্বাভাবিকের ওপরে; কলকাতার দিনের তাপমাত্রা কমলো। কলকাতায় আজ ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। সর্বনিম্ন তাপমাত্রায় বড়সড় তারতম্য নেই আগামী কয়েকদিনে। মূলত পরিষ্কার আকাশ। সকালে হালকা কুয়াশা/ ধোঁয়াশা। পরে পরিষ্কার আকাশ। শুষ্ক আবহাওয়া। বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। সকাল-সন্ধ্যে শীতের আমেজ কমবে। দিনের তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি।।
ভিনরাজ্যের শীতের আপডেট
কর্ণাটক, তেলেঙ্গানা, মধ্যপ্রদেশে শৈত্য প্রবাহের পরিস্থিতি। ঘন কুয়াশার চরম সতর্কতা উত্তর প্রদেশ এবং পূর্ব মধ্যপ্রদেশে। ঘন কুয়াশা থাকবে রাজধানী দিল্লিতে। পাঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড়েও কুয়াশার ঘনঘটা। কুয়াশা হবে ওড়িশা, রাজস্থান, হিমাচল, উত্তরাখণ্ডে। উত্তর-পূর্ব ভারতের অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মিজোরাম, ত্রিপুরাতেও ঘন কুয়াশার দাপট দেখা যাবে।

