Mamata Banerjee: মমতার বিলেত সফর নিয়ে কুৎসার অভিযোগ, বিরোধীদের কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

Published : Mar 30, 2025, 11:27 AM IST
CM Mamata Banerjee leaves for Britain  with message of support bsm

সংক্ষিপ্ত

Mamata Banerjee News: বিলেত সফর সেরে সদ্য দেশে ফিরেছেন তিনি (Mamata Banerjee) শনিবার রাতে রাজ্যে ফিরে বিরোধীদের তার লন্ডন (Mamata London) সফর নিয়ে করা যাবতীয় কটাক্ষের স্পষ্ট জবাব দিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। বিস্তারিত জানতে পড়ুন…                        

Mamata Banerjee News: বিলেত সফর সেরে সদ্য দেশে ফিরেছেন তিনি (Mamata Banerjee) শনিবার রাতে রাজ্যে ফিরে বিরোধীদের তার লন্ডন (Mamata London) সফর নিয়ে করা যাবতীয় কটাক্ষের স্পষ্ট জবাব দিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ( WB CM Mamata Banerjee)। তাঁর সাফ জবাব, ''আমাদের কাজ আসলে ওঁদের কাছে ঈর্ষা।''

মুখ্যমন্ত্রীর সুরে সুর মিলিয়ে এদিন বিরোধীদের সাফ বার্তা দিয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষও (kunal Ghosh)। তিনি জানান, যত পারে বিরোধীরা কুৎসা করুক। তাতে আখেরে তৃণমূলেরই লাভ। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) এবারের বিলেত সফরে তাঁকে লন্ডনের প্রবাসী বাঙালিরা, স্কুল-কলেজের পড়ুয়ারা প্রচুর সম্মান দিয়েছেন। তিনি সম্মানিত হয়েছেন, অক্সফোর্ডের অধ্যাপক, গবেষক, পড়ুয়াদের কাছেও। তার এই সম্মান শুধু একার নয়। এই সম্মান বাংলার বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

রাজ্যে শিক্ষা-স্বাস্থ্য, খেলাধুলো থেকে শুরু করে শিল্প বাণিজ্য সহ একাধিক ক্ষেত্রে ব্রিটিশ উদ্যোগপতিদের বাংলায় বিনিয়োগ নিয়ে কথা, একধাক্কায় মুখ্যমন্ত্রীর এই সফরের সাফল্য অনেকখানি বাড়িয়ে দিয়েছে। লন্ডনে অবস্থিত ভারতীয় হাইকমিশনের কমিশনার বিক্রম ডোরাইস্বামীর মুখে মুখ্যমন্ত্রী ও বাংলার প্রশংসা তাঁর এই সফরকে যে সাফল্যমণ্ডিত করে তুলেছে তা আর বলার অপেক্ষা রাখে না। জানা গিয়েছে, ফেরার পথে হিথরো ও দুবাই বিমানবন্দরে সফরসঙ্গীদের সঙ্গে আলাপপরিচিতায় রাজ্যের সর্বোচ্চ নেত্রী জানিয়েছেন যে, কেলগ কলেজের প্রেক্ষাগৃহে বক্তব্য রাখার সময় কয়েক জনের রাম বামের আচরণ প্রত্যাখান করেছেন হলের বাকি লোকজন।

এদিন বিমানবন্দরেই মমতা নাম না করে বলেন, ''ওরা যত চক্রান্ত করবে, কাজে বাধা দেবে তত আমরা এগিয়ে যাব। মানুষকে সঙ্গে নিয়ে মানুষের প্রয়োজনে বিপুল কর্মযজ্ঞের উন্নয়ন করব আমরাই। সেই কারণে প্রতি পদে পদে বিরোধীদের কুৎসা, হিংসার জবাব দেবে বাংলার মানুষ।'' এখানেই না থেমে নাম না করে কেন্দ্রের বিজেপি সরকারকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী আরও বলেন, ''ওঁরা যত বাংলার সম্মান নষ্ট করার চেষ্টা করবে, আমরা ততই বাংলাকে বিশ্বের দরবারে শ্রেষ্ঠ হিসেবে তুলে ধরব। মানুষের কাছে গ্রহনযোগ্যতা হারিয়ে বিজেপি (BJP Bengal) এখন বাংলার সঙ্গে বঞ্চনা শুরু করেছে। আমাদের প্রাপ্য টাকা আটকে রেখেছে তাঁরা।''

অন্যদিকে, বিলেতে শিল্প সম্মেলনে ব্রিটিশ শিল্পপতিদের সঙ্গে ব্যবসা বাণিজ্য নিয়ে যে সমস্ত কথা হয়েছে তা এগিয়ে রাখার জন্য তাঁর সফর সঙ্গী তথা রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ (Manoj Pant) কে নির্দেশ দেন তিনি। এছাড়াও রাজ্যের শিল্প সচিব বন্দনা যাদবকে ব্রিটেনে শিল্প সম্মেলনে যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে তার ফলোআপ দ্রুত করে ফেলারও নির্দেশ দেন মুখ্যমন্ত্রী Mamata Banerjee ।

উল্লেখ্য, পাঁচ দিনের বিদেশ সফর সেরে ইদের আগেই রাজ্যে ফিরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হিথরো ও দুবাই বিমানবন্দর হয়ে শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪৬ মিনিট নাগাদ দমদম বিমানবন্দরে নামেন তিনি। এদিন রাজ্যের তৃণমূল সুপ্রিমো বিমান বন্দরে স্বাগত জানাতে উপস্থিত হয়েছিলেন তার দলের নেতা মন্ত্রীরা ও প্রচুর কর্মী সমর্থক।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

'ভারতকে হিন্দু রাষ্ট্র বানাবোই, এটা বাবরের দেশ নয়', কলকাতায় এসে হুঙ্কার ধীরেন্দ্র শাস্ত্রী
Gita Path : 'মুখ্যমন্ত্রী না এসে প্রমাণ করলেন প্রকৃত হিন্দু নন' তোপ শুভেন্দু অধিকারীর