কর্মসংস্থানের পথ দেখাচ্ছে সিপিআইএম! বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তিতে বাড়ছে আবেদনকারীর সংখ্যা

রাজ্যে কর্মসংস্থানের হাল যে কী, তা সিপিআইএম-এর পেশাদার কর্মী নিয়োগের বিজ্ঞপ্তিতে আবেদনপ্রার্থীর সংখ্যা থেকেই স্পষ্ট। শয়ে শয়ে যুবক-যুবতী সিপিআইএম-এ চাকরি করতে আগ্রহী।

বামপন্থীরা সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'গর্বের ৩৪'। পাল্টা বাম-বিরোধীরা আবার দাবি করেন, রাজ্যে সিপিআইএম-এর শাসনের ৩৪ বছরে কিছুই হয়নি। কিন্তু বাস্তব হল, রাজ্যে শাসন ক্ষমতা হারানোর ১৩ বছরেরও বেশি সময় পর সামান্য হলেও, কর্মসংস্থানের বিকল্প পথ দেখাচ্ছে সিপিআইএম। কয়েকদিন আগে রাজ্য সিপিআইএম-এর পক্ষ থেকে বিভিন্ন পদে পেশাদার কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়। রাজনৈতিক বিশ্লেষক, কনটেন্ট  রাইটার, গ্রাফিক্স ডিজাইনার, ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ, পলিটিক্যাল ইন্টার্ন নিয়োগ করা হবে বলে জানানো হয়। সিপিআইএম সূত্রে খবর, সব পদের জন্যই আবেদন জানাচ্ছেন বহু যুবক-যুবতী। এতেই রাজ্যে কর্মসংস্থানের হাল বোঝা যাচ্ছে।

বামপন্থীদের গ্রহণযোগ্যতা বাড়ছে?

Latest Videos

অনেকে ব্যঙ্গ করে বলেন, 'সিপিআইএম শুধু ফেসবুকে আছে।' কিন্তু বিরোধীদের এই কটাক্ষে কান না দিয়ে সোশ্যাল মিডিয়া ও ডিজিট্যাল মিডিয়ার মাধ্যমেই নিজেদের শক্তি বাড়ানোর লক্ষ্যে সিপিআইএম। বিভিন্ন পদে চাকরি করার জন্য আবেদনকারীর সংখ্যা বাড়তে থাকায় রাজ্য সিপিআইএম নেতৃত্ব উৎসাহিত হয়ে উঠেছে। শুক্রবার সন্ধে সাতটায় আবেদনের সময়সীমা শেষ হচ্ছে। তার মধ্যে আবেদনকারীর সংখ্যা বাড়বে বলে আশায় সিপিআইএম। পেশাদার কর্মী নিয়োগের মাধ্যমে 'আধুনিক' হয়ে উঠছে সিপিআইএম। যে দলের বিরুদ্ধে ‘বৃদ্ধতন্ত্র’-এর অভিযোগ আনা হয়, সেই সিপিআইএম-ই এবার 'নতুন যৌবনের দূত' নিয়োগ করে বর্তমান সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে চাইছে।

সিপিআইএম-এ বদলের হাওয়া

একসময় রাজ্যে কম্পিউটারের বিরোধিতা করেছিলেন বামপন্থীরা। সেই সিপিআইএম এখন অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করছে। স্বয়ং সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম পেশাদার কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছেন। বামপন্থী দলে পেশাদার কর্মী নিয়োগ নিয়ে দলের অন্দরে-বাইরে প্রশ্ন উঠছে। কিন্তু ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে এখন যে কোনও পথ অবলম্বন করতে চাইছে রাজ্য সিপিআইএম।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

নিয়োগ দুর্নীতির শিকড় বাম আমলে? বিস্ফোরক তথ্য পেল কলকাতা হাইকোর্ট, পর্ষদকে প্যানেল জমা করার নির্দেশ

বাম আমলেই শুরু হয়েছিল শিক্ষক নিয়োগ দুর্নীতি? চিরকুটে চাকরির বিস্ফোরক তথ্য ফাঁস হাইকোর্টের সামনে

নিয়োগ দুর্নীতিতে বড় রায় কলকাতা হাইকোর্টের, প্রাথমিকে বাম আমলের ৪০০ জনকে চাকরি দিতে নির্দেশ

Share this article
click me!

Latest Videos

নিজের বাড়িতেই ভুয়ো প্রমাণপত্রের কারখানা! ঘাড় ধরে নিয়ে গেল পুলিশ! চাঞ্চল্য Barasat-এ!
টাকা নিয়ে বিবাদের জেরে নিজের মাকেই আক্রমণ ছেলের! পার পেলো না ভাইও চাঞ্চল্য Baruipur-এ
‘Mamata Banerjee বারংবার BSF-কে আক্রমণ করে যাচ্ছেন’ মমতাকে তোপ Samik Bhattacharya-র
‘গা-জোয়ারি করে Yunus পার পাবে না’ বিস্ফোরক Nawsad Siddique! #shorts #shortsvideo #shortsviral
‘Trinamool-এর হাতেই তৃনমূল খুন হচ্ছে’ Samik Bhattacharya-র বিস্ফোরক মন্তব্য!