পার্থকে কেন ভয় পাচ্ছেন অর্পিতা? জামিন পেতে মরিয়া পার্থকে নিয়ে ইডিকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

২০২২ সালে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে গ্রেপ্তার করেছিল ইডি। এপ্রসঙ্গে আইনের বিভিন্ন দিক তুলে ধরে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী মুকুল রোহতগী এদিন বলেছেন, ২৮ মাস অর্থাৎ প্রায় আড়াই বছর জেলে আছেন পার্থ।

রাজ্য স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) নিয়োগ কেলেঙ্কারি মামলায় দুই বছরেরও বেশি সময় ধরে জেলে রয়েছেন বাংলার প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এমন পরিস্থিতিতে চট্টোপাধ্যায়ের জামিনের আবেদন নিয়ে বড় প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত ইডির কাছে জানতে চায় যে অভিযুক্তকে কতদিন বিনা বিচারে হেফাজতে রাখা যেতে পারে?

প্রসঙ্গত ২০২২ সালে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে গ্রেপ্তার করেছিল ইডি। এপ্রসঙ্গে আইনের বিভিন্ন দিক তুলে ধরে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী মুকুল রোহতগী এদিন বলেছেন, ২৮ মাস অর্থাৎ প্রায় আড়াই বছর জেলে আছেন পার্থ। আইন অনুযায়ী, যদি কেউ প্রথমবারের অভিযুক্ত হয় তাহলে মোট শাস্তির এক-তৃতীয়াংশ সময়ে কেউ জেলে থাকলে তাকে জামিন দিতে হবে। সেইসাথে বলা হয়েছে পার্থর এখন ৭৩ বছর বয়স, তাছাড়া তিনি নাকি অসুস্থ।

Latest Videos

এরপর পাল্টা জবাবে অ্যাডিশনাল সলিসিটর জেনারেল এস ভি রাজু বলেন, ‘প্রায় ৫০০০০ যোগ্য ছাত্র-ছাত্রীর জীবন এই বিপর্যস্ত হয়ে গিয়েছে। পার্থ চট্টোপাধ্যায় গুরুত্বপূর্ণ মন্ত্রী ছিলেন। গ্রেফতারের পর ডাক্তারের উপর প্রভাব খাটিয়ে মিথ্যা অসুস্থতার বাহানা করেছিলেন। বৃহত্তর স্বার্থে তার জামিন হওয়া উচিত নয়।’ তবে এদিন শীর্ষ আদালতের দুই বিচারপতির বেঞ্চ পর্যবেক্ষণে জানিয়েছেন, এই মামলার তদন্ত শেষ করা যথেষ্ট সময়সাপেক্ষ। ফলে অনির্দিষ্টকাল কাউকে জেলে রাখা যায় না।

এদিন আদালতের শুনানি পর্বে পার্থ চট্টোপাধ্যায়ের জামিন নামঞ্জুর করার আর্জি জানিয়ে ইডি-র পক্ষে আইনজীবী অ্যাডিশনাল সলিসিটর জেনারেল এসভি রাজু বলেন, ‘পার্থ জামিন পেলে তথ্য-প্রমাণ লোপাট এবং প্রত্যক্ষদর্শীদের প্রভাবিত করার চেষ্টা করবেন। অর্পিতা নিজের স্টেটমেন্টে জানিয়েছেন, তিনি পার্থকে নিয়ে ভীত।’

এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তত্ত্বাবধানে থাকা প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পাওয়ার জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। আজ বুধবার পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) জামিন সংক্রান্ত এই মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে। জানা যাচ্ছে তাঁর জামিনের শুনানি আপাতত স্থগিত হয়ে গিয়েছে। এই মামলার পরবর্তী শুনানি রয়েছে সোমবার। পার্থ চট্টোপাধ্যায় কতদিন ইডি এবং সিবিআই হেফাজতে ছিলেন ইডি এবং সিবিআই-এর কাছে সেই সংক্রান্ত তথ্য চেয়েছেন বিচারপতি সূর্য কান্ত এবং উজ্জ্বল ভুঁইয়া।

Share this article
click me!

Latest Videos

'সরকারি কর্মচারীদের বেতন বন্ধের দিকে এগোচ্ছে মমতা' বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর | Suvendu on Mamata
'BSF রেডি! মোল্লা ইউনূস BGB-কে উস্কানি দিচ্ছে' চরম বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari | Bangladesh
Cinderella-র অবতারে নজর কাড়লেন Uorfi Javed! দেখুন #shorts #shortsvideo #shortsfeed #shortsviral
‘India ফুঁ দিলে Bangladesh উড়ে যাবে’ Muhammad Yunus-কে চরম হুঁশিয়ারি Agnimitra Paul-এর, দেখুন
'মমতার সমর্থন নিয়েছ তো মরেছ' কেজরিওয়ালকে সাবধান অধীর রঞ্জন চৌধুরীর | Adhir on Mamata