News Round-up: এসআইআর বিতর্ক থেকে রিচা ঘোষের সংবর্ধনা, সারাদিনের খবর এক ক্লিকে

Published : Nov 08, 2025, 08:30 PM IST
News Round-up

সংক্ষিপ্ত

News Round-up: সারাদিনের সেরা খবর, পুরো দিনের বাছাই করা খবর, যা না পড়লেই নয়। আজকের সেরা পাঁচটি খবরে নজর বুলিয়ে নিন এক মিনিটে। একটা ক্লিকেই সারা দুনিয়ার সেরা খবর পেয়ে যান এশিয়ানেট বাংলার নিউজ রাউন্ড-আপে।

১. সিএএ-তে আবেদনকারীরা যাতে এসআইএর-এর মাধ্যমে সংশোধিত ভোটার তালিকায় নাম তুলতে পারেন, সেই আবেদন জানিয়ে এবার কলকাতা হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা। কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চে সোমবার এই আবেদনের শুনানির সম্ভাবনা রয়েছে। সিএএ-তে আবেদনের রসিদকে এসআইআর-এ অনুমোদন দেওয়ার আর্জি জানানো হয়েছে।

বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন- সংশোধিত ভোটার তালিকায় নাম তুলে দিতে হবে CAA-তে আবেদনকারীদের, কলকাতা হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা

২. এসআইআর-এর নামে বিভ্রাট, অপপ্রচার চালাচ্ছে তৃণমূল কংগ্রেস। ফের তোপ দাগলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, এসআইআর প্রক্রিয়া নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভন্ডামি দেখা যাচ্ছে। যিনি এসআইআর করতে দেবেন না বললেন তিনি নিজে হাতে ফর্ম নিলেন। তারপর উনি বললেন সব ভোটাররা না ফিলআপ করলে করব না। সব ভোটার কারা? মৃত ভোটার,রোহিঙ্গারা? আপনি এর ব্যাখ্যা দিন।

বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন- 'বাংলাদেশি মুসলিম ভোট হারানোর ভয়ে এসআইআর নিয়ে রাজনীতি করছে তৃণমূল', শাসক শিবিরকে কটাক্ষ শুভেন্দুর

৩. গত রবিবারের পর ফের এই রবিবারও ভোর থেকে রাত পর্যন্ত দ্বিতীয় হুগলি সেতুতে বন্ধ থাকছে যান চলাচল। কলকাতা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জরুরি মেরামত ও বেশ কিছু কাজের জন্য রবিবার ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত সমস্ত যানবাহন চলাচলের জন্য সম্পূর্ণ বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু।

বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন- ফের ভোগান্তি যাত্রীদের, রবিবার সকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত বন্ধ বিদ্যাসাগর সেতু

৪. শনিবার বৃষ্টির জন্য ভেস্তে গেল ভারত-অস্ট্রেলিয়া সিরিজের পঞ্চম তথা শেষ ম্যাচ। ব্রিসবেনে ভারতীয় দল প্রথমে ব্যাটিং করতে নেমে ৪.৫ ওভারে বিনা উইকেটে ৫২ রান করে ভারতীয় দল। এরপর বৃষ্টির জন্য খেলা বন্ধ হয়ে যায়। এই ম্যাচ ভেস্তে যাওয়ায় ২-১ ফলে সিরিজ জিতল ভারতীয় দল।

বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন- India vs Australia 5th T20: বৃষ্টি জন্য বাতিল পঞ্চম টি-২০ ম্যাচ, অস্ট্রেলিয়াকে ২-১ ব্যবধানে হারিয়ে সিরিজ জিতল ভারত

৫. সিএবি-র পক্ষ থেকে শনিবার ইডেন গার্ডেন্সে বিশ্বকাপজয়ী ক্রিকেটার রিচা ঘোষকে সংবর্ধনা দেওয়া হল। এই অনুষ্ঠানে রিচাকে সোনার ব্যাট, সোনার চেন, ৩৪ লক্ষ টাকা-সহ বিভিন্ন উপহার দেওয়া হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বঙ্গভূষণ সম্মান দেন এবং পশ্চিমবঙ্গ পুলিশে সাম্মানিক ডিএসপি পদে নিয়োগ করার কথা ঘোষণা করেন।

বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন- বিশ্বকাপজয়ী রিচা ঘোষকে বঙ্গভূষণ সম্মান, রাজ্য পুলিশে ডিএসপি পদে নিয়োগ মুখ্যমন্ত্রীর

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

'ভারতকে হিন্দু রাষ্ট্র বানাবোই, এটা বাবরের দেশ নয়', কলকাতায় এসে হুঙ্কার ধীরেন্দ্র শাস্ত্রী
Gita Path : 'মুখ্যমন্ত্রী না এসে প্রমাণ করলেন প্রকৃত হিন্দু নন' তোপ শুভেন্দু অধিকারীর