চালু হতে চলেছে ইস্ট ওয়েস্টের এসপ্ল্যানেড-শিয়ালদহ মেট্রো! দুর্দান্ত খবর দিল কলকাতা মেট্রো

Published : May 30, 2025, 11:35 AM IST

সবুজ সংকেত মিলেছে ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরের এসপ্ল্যানেড-শিয়ালদহ রুটের। জেনে নিন এসপ্ল্যানেড থেকে শিয়ালদা রুট কবে চালু হবে?

PREV
110

ইস্ট-ওয়েস্ট মেট্রো অর্থাৎ হাওড়া থেকে সেক্টর ফাইভ মেট্রো রুটের বউবাজার-শিয়ালদহ অংশ ইতিমধ্যেই জুড়ে দেওয়া হয়ে গিয়েছে।

210

খুব দ্রুতই ট্রেন চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। জানালেন কলকাতা মেট্রো রেলের জিএম পি উদয় কুমার রেড্ডি।

310

ইস্ট ওয়েস্ট মেট্রোর ধর্মতলা এবং শিয়ালদহের অংশ জোড়া না থাকার কারণে দীর্ঘ দিন ধরেই অসুবিধার সম্মুখীন হচ্ছেন যাত্রীরা। এবার সেই সমস্যা মিটতে পারে।

410

এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে মেসেজ ও রিল্যাক্স চেয়ারের উদ্বোধন করলেন কলকাতা মেট্রোর জিএম। এর আগে হাওড়া মেট্রো স্টেশনে ডিজি লকারের উদ্বোধন করেন তিনি।

510

এদিন তিনি সাংবাদিকদের জানান, মেট্রোরেল শহর জুড়ে সম্প্রসারণ চলছে এবং তার কাজ খুব দ্রুতই চলছে।

610

ইতিমধ্যেই এরই সঙ্গে সিআরএস-এর জন্য এয়ারপোর্ট মেট্রো স্টেশনের নাম ইতিমধ্যেই পাঠানো হয়েছে।

710

খিদিরপুর এলাকার একটা জমি জট রয়েছে। রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে সেটা দ্রুত সমস্যা সমাধান করে কাজ শুরু হবে।

810

ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরের শেষ ২.৬ কিমি অংশ শিয়ালদহ থেকে এসপ্ল্যানেডের পরিষেবা শুরু কবে, তা নিয়ে অনেক প্রশ্ন ছিল অনেকের মনে।

910

হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড, শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ রুটে মেট্রো পরিষেবা শুরু হয়েছে।

1010

সবুজ সংকেত মিলেছে ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরের এসপ্ল্যানেড-শিয়ালদহ রুটের।

Read more Photos on
click me!

Recommended Stories