প্রশ্ন কী ছিল সবুজ ফাইলে, যার জন্য মুখ্যমন্ত্রী ফাইলটি হাতছাড়া করতে নারাজ ছিলেন। তারও উত্তর পাওয়া গিয়েছে ইডি সূত্রে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ই়ডি কর্তা জানিয়েছেন, প্রতীক জৈনের স্টাডি টেবিলের ওপর একটি নামের তালিকা ছিল। তাতে শিরোনামও ছিল। আর্থিক তছরুপের সঙ্গে সেই তালিকার কারো যোগ রয়েছে কিনা তাই খতিয়ে দেখতে চেয়েছিল ইডি। আর সেই কারণেই সবুজ ফাইলে বন্দি সেই কাজগপত্র বাজেয়াপ্ত করার জন্য সরিয়ে রাখা হয়েছিল।