রাজ্যপাল সি.ভি আনন্দ বোসকে ই-মেইলে প্রাণনাশের হুমকি, ভোটের আগে তুঙ্গে রাজনৈতিক তরজা

Published : Jan 09, 2026, 03:10 PM IST

WB Governor CV Anand Bose: আই-প্যাক কাণ্ডে মুখ খোলার পর থেকেই রাজ্যের রোষানলে রাজ্যপাল সি.ভি আনন্দ বোস। এবার ই-মেইলে তাঁকে প্রাণনাশের হুমকি! বিষয়টি নিয়ে মুখ খুলেছেন স্বয়ং রাজ্যপাল। কী বলছেন তিনি? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি… 

PREV
15
রাজ্যপাল সি.ভি আনন্দ বোসকে প্রাণনাশের হুমকি

রাজ্যপাল সিভি আনন্দ বোসকে প্রাণনাশের হুমকি ই-মেলে। রাজভবনে জোরদার নিরাপত্তা। তবু নিরাপত্তারক্ষী ছাড়াই পথে নামার ঘোষণা রাজ্যপালের। “Will blast the Governor”—এই মর্মে একটি ই-মেল/বার্তা পাওয়ার পর চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য প্রশাসনে। রাজ্যপালকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে বিষয়টি অবিলম্বে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে (HM) জানানো হয়েছে। হুমকির বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে প্রশাসন।

25
রাজ্যপালের নিরাপত্তায় জোর

সূত্রের খবর, রাজ্যপালের নিরাপত্তা নিশ্চিত করতে কলকাতা পুলিশ ও সিআরপিএফ যৌথভাবে ব্যবস্থা নিচ্ছে। বুধবার গভীর রাতে রাজ্যপালের নিরাপত্তার দায়িত্বে থাকা বিভিন্ন বাহিনীর আধিকারিকদের নিয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠকও অনুষ্ঠিত হয়েছে। উল্লেখ্য, রাজ্যপাল বর্তমানে Z+ ক্যাটাগরির নিরাপত্তা পান। এটাই প্রথম নয়—এর আগেও একাধিকবার রাজ্যপালকে লক্ষ্য করে এই ধরনের হুমকি এসেছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।

35
হুমকির মধ্যেও আত্মবিশ্বাসী রাজ্যপাল

প্রতিবারই নিরাপত্তা ব্যবস্থা আরও আঁটোসাঁটো করা হয়েছে। তবে এই হুমকির মধ্যেও আত্মবিশ্বাসী রাজ্যপাল। তিনি জানিয়েছেন, আজ তিনি কলকাতার রাস্তায় কোনও নিরাপত্তারক্ষী ছাড়াই হাঁটবেন। তাঁর বক্তব্য, “আমি নিশ্চিত, বাংলার মানুষই আমাকে রক্ষা করবেন।”

45
রাজভবনে সতর্কতামূলক ব্যবস্থা

এদিকে রাজ্যপালের এই ঘোষণাকে কেন্দ্র করে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। যদিও নিরাপত্তা সংস্থাগুলি পরিস্থিতির উপর কড়া নজর রাখছে এবং প্রয়োজনীয় সবরকম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে। 

55
কী বলছে রাজ্যসরকার?

যদিও রাজভবনে এই ধরনের ভুয়ো হুমকি মেইল কে বা কারা পাঠালো সেই বিষয়ে এখনও পর্যন্ত নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি। তবে গোটা বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে। তবে রাজ্যপাল সিভি আনন্দ বোসের প্রাণনাশের হুমকি নিয়ে রাজ্যের শাসক শিবিরের তরফে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি। 

Read more Photos on
click me!

Recommended Stories