এসআইআর-এর কাজে গাফিলতির অভিযোগ, ৩ বিএলও-কে শোকজ নোটিস ধরাল নির্বাচন কমিশন

Published : Jan 11, 2026, 04:53 PM IST

Election Commission On BLO: ভোটার তালিকা সংশোধন বা এসআইআর-এর কাজে গাফিলতির অভিযোগ। এবার বিএলও-দের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

PREV
15
ভোটার তালিকা সংশোধনের কাজে গাফিলতির অভিযোগ

ভোটার তালিকা সংশোধনের কাজে বড়সড় গাফিলতির অভিযোগ উঠেছিল নির্বাচন কমিশনের বিরুদ্ধে। দক্ষিণ ২৪ পরগনার তিনজন জীবিত ভোটারকে ভুলবশত ‘মৃত’ হিসেবে নথিভুক্ত করা হয়েছিল। এই ঘটনাকে সামনে এনে কড়া ভাষায় কমিশনকে আক্রমণ করেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দোপাধ্যায়-এর তরফে র‍্যাম্পে ‘ভূত’ বলে তাঁদের হাঁটানো হয়।

25
ঠিক কী অভিযোগ উঠেছে?

গত ২ জানুয়ারি বারুইপুরে এক জনসভায় তিনজন ওই ভোটারকে মঞ্চে তুলে ধরেন অভিষেক। তাদের নাম— মনিরুল মোল্লা, হরেকৃষ্ণ গিরি এবং মায়া দাস। অভিষেক অভিযোগ করেন, কমিশনের চরম গাফিলতির কারণেই তাঁদের নাম মৃত ভোটারের তালিকায় ঢুকে গিয়েছিল।

35
কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের

ঘটনাটি প্রকাশ্যে আসার পর নড়েচড়ে বসে নির্বাচন কমিশন। দক্ষিণ ২৪ পরগনার তিনটি বুথের তিনজন BLO-কে শোকজ করা হয়েছে। পাশাপাশি জেলাশাসককেও নির্দেশ দেওয়া হয়েছে— কীভাবে এত বড় ভুল হল, তার বিস্তারিত ব্যাখ্যা দিতে হবে।

45
SIR গাফিলতিতে শাস্তির হুঁশিয়ারি

SIR গাফিলতিতে শাস্তির হুঁশিয়ারি মাইক্রো অবজার্ভারদের, চার বিশেষ পর্যবেক্ষকও নিয়োগ কমিশনের। জানা গিয়েছে, রাজ্যে চলা SIR প্রক্রিয়া নিয়ে উঠছে একাধিক অভিযোগ। কোথাও বৈধ ভোটারের নাম নেই, আবার কেউ জীবিত থেকেও কমিশনের খসড়া ভোটার তালিকায় মৃত হিসেবে দেখা গেছে। প্রশ্নের মুখে কমিশন। যা নিয়ে বারবার সরব হয়েছে শাসকদল। 

55
বিশেষ পর্যবেক্ষক নিয়োগ

এই অবস্থায় SIR প্রক্রিয়ার কাজে নজরদারি এবং স্বচ্ছতা আনতে আরও ৪ জন বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করল কমিশন। এর আগে SIR-এর কাজের জন্য একজন বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করেছিল কমিশন। বসানো হয়েছিল সুব্রত গুপ্তকে। সূত্রের খবর, তার সঙ্গে এই ৪ জন কাজ করবেন। অন্যদিকে SIR কাজে নিযুক্ত মাইক্রো অবজার্ভারদের সতর্ক করে নির্দেশিকা জারি করেছে কমিশন। নির্দেশিকায় বলা হয়েছে- দায়িত্ব পালনে কোনও গাফিলতি বরদাস্ত করা হবে। কাজের কোথাও অবহেলা প্রমাণিত হলে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হবে।

Read more Photos on
click me!

Recommended Stories