৭দিন কেটে গেলেও এখনও ঢোকেনি লক্ষ্মীর ভান্ডারের টাকা! জানুয়ারি মাসে কবে পাবেন? আপডেট দিল নবান্ন

Published : Jan 07, 2025, 04:33 PM IST

জানুয়ারি মাসের ৭ তারিখেও ঢোকেনি পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্প হল লক্ষ্মীর ভান্ডারের টাকা। তাহলে কবে মিলবে প্রকল্প? বড় আপডেট দিল নবান্ন।

PREV
111

লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিয়ে নতুন বছরের শুরুতেই আবারো আলোচনা শুরু হয়েছে।

211

৭দিন কেটে গেলেও এখনও ঢোকেনি লক্ষ্মীর ভান্ডারের টাকা! জানুয়ারি মাসে কবে পাবেন?

311

এই নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা।

411

মহিলা সুরক্ষা এবং আর্থিক সহযোগিতার জন্য চালু করা এই প্রকল্পে লক্ষাধিক মহিলারা প্রতি মাসে আর্থিক সুবিধা পেয়ে থাকেন।

511

জানুয়ারি মাসে এই টাকা কবে ব্যাংক একাউন্টে ঢুকবে তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে কৌতূহল দেখা যাচ্ছে।

611

২০২১ সালে বিধানসভা নির্বাচনের পর পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই প্রকল্পের ঘোষণা করেন।

711

ভোট জয়ের পর প্রকল্পটি চালু করা হয়, যার মাধ্যমে প্রায় ২ কোটি মহিলাকে প্রতি মাসে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

811

লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে-

সাধারণ শ্রেণীর মহিলারা প্রতি মাসে ১০০০ টাকা করে ভাতা পান।

অনগ্রসর শ্রেণীর মহিলারা প্রতি মাসে ১২০০টাকা করে ভাতা পান।

911

লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা সাধারণত প্রতি মাসের ৫ থেকে ১০ তারিখের মধ্যে গ্রাহকদের ব্যাংক একাউন্টে ঢুকে যায়।

1011

তবে এখনও মেলেনি সেই টাকা। এই ৭দিন কেটে গেলেও এখনও ঢোকেনি লক্ষ্মীর ভান্ডারের টাকা! জানুয়ারি মাসে কবে পাবেন?

1111

এর ফলে জানুয়ারি মাসের টাকা ৭ থেকে ১০ তারিখের মধ্যে ব্যাংক একাউন্টে জমা হওয়ার সম্ভাবনা রয়েছে।

click me!

Recommended Stories