তিলজলায় বহুতলে থাকা জুতোর কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন

Published : Jan 31, 2023, 07:51 PM ISTUpdated : Jan 31, 2023, 07:58 PM IST
কলকাতা আগুন

সংক্ষিপ্ত

তিলজলায় জুতোর কারখানায় বিধ্বংসী আগুন লাগে মঙ্গলবার বিকেলে। ঘটনাস্থলে রয়েছে দমকলের ১০টি ইঞ্জিন। 

আবারও অগ্নিকাণ্ডের ঘটনা শহরে। মঙ্গলবার বিকেলে তিলজায় একটি জুতোর গোডাউনে আগুন লাগে। ঘটনাস্থলে রয়েছে দমকলের ১০টি ইঞ্জিন। এখনও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।

তিলজলার ৪ নম্বর সাপগাছি ফার্স্ট লেনে রয়েছে একটি বহুতল। পাঁচতলা বাড়ির দোতলায় রয়েছে একটি জুতোর কারখানা আর গোডাউন। সেখানেই মঙ্গলবার বিকেল পাঁচটা নাগাদ আগুন লাগে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, ঘটনাস্থলে কারও আটকে থাকার সম্ভাবনা নেই। খবর পেয়ে প্রথমে দমকলের পাঁচটি ইঞ্জিন আসে। কিন্তু আগুন ভয়াবহ আকার নেওয়ায় পরবর্তীকালে আরও ৫টি ইঞ্জিন আনা হয়।

দমকল সূত্রের খবর, কর্মীরা কারখানার ভিতরে ঢুকে আগুন নেভানোর চেষ্টা করছে। কিন্তু এখনও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। প্রথমিক তদন্তে দমকল বাহিনীর অনুমান শর্টসার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড। কারখানার দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তবে গোটা ঘটনার যেমন তদন্ত হবে, তেমনই কারখানা আর বহুতলের অগ্নিনির্বাপণ ব্যবস্থা খতিয়ে দেখা হবে বলেও স্থানীয় প্রশাসন জানিয়েছে।

PREV
click me!

Recommended Stories

বাংলার DA মামলার রায় বেরোবে কবে? সুপ্রিম কোর্টে বিরাট দাবি করলেন সরকারি কর্মীরা
নমাজ শুনতেই বেশি অভ্যস্ত, তাই গীতা পাঠ শুনলে কানে রক্ত ঝরে মমতার: বিজেপি