নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত নতুন মেট্রো লাইন পরিদর্শন করতে সোমবার এলেন সিআরএস-এর আধিকারিকরা। অরেঞ্জ লাইনে চালু হবে নতুন চারটি স্টেশন।
জোকা-তারাতলার পর এবার নিউ গড়িয়া-রুবি মেট্রো লাইন চালু করার তোড়জোড় শুরু করল কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। অতি সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে চালু হয়েছে কলকাতার পার্পেল লাইন। এবার দক্ষিণ কলকাতায় ইএম বাইপাসের ওপর দিয়ে যাওয়া অরেঞ্জ লাইন পরিদর্শনের জন্য সোমবার শহরে এলেন কমিশনার অফ রেলওয়ে সেফটি বা সিআরএস।
সকাল ৯ টায় নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত মেট্রো লাইন পরিদর্শন করেন রেলওয়ে নিরাপত্তা বিভাগের আধিকারিকরা। প্রতিটি স্টেশনের যাত্রী স্বাচ্ছন্দ্যের ব্যবস্থাপনা খতিয়ে দেখা হয়। মেট্রোরেল সূত্রে জানা গেছে, জোকা-তারাতলার মতো এই লাইনেও প্রথমে একটি মাত্র ট্রেনই যাতায়াত করানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। যাত্রীদের ভিড় কেমন হচ্ছে, সেটা বিবেচনা করে আগামী দিনে ট্রেনের সংখ্যা বাড়ানো হবে।
সোমবার সারাদিন ধরেই চলবে লাইন পরিদর্শনের কাজ। লাইন দেখে যাওয়ার পর আধিকারিকরা নিজেদের মতামত জানাবেন, সেই ভিত্তিতে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। ট্রেন চলাচলের ক্ষেত্রে কোনও সমস্যা থাকলে অতি দ্রুত তা শুধরে নিয়ে পরিষেবা চালু করে দেওয়ার চেষ্টা চলছে।
৫.৪ কিলোমিটার এই রুটে মোট পাঁচটি স্টেশন রয়েছে। স্টেশনগুলির নাম যথাক্রমে কবি সুভাষ, সত্যজিৎ রায়, কবি সুকান্ত, জ্যোতিরিন্দ্র নন্দী, হেমন্ত মুখোপাধ্যায়। ইতিমধ্যে প্রায় প্রত্যেকটি স্টেশনেরই কাজ শেষ হয়ে এসেছে।
রেল সূত্রে জানা গেছে, নিউ গড়িয়া-রুবি মেট্রোপথে আজকের ট্রায়াল রান শেষ হয়েছে সুষ্ঠুভাবেই। অনেকদিন আগেই সিআরএসের জন্য আবেদন করেছিল মেট্রো কর্তৃপক্ষ। অবশেষে সোমবার আধিকারিকরা কলকাতায় এলেন। এই অংশে পরিদর্শনের কাজ একদিনেই শেষ হয়ে যাবে বলে আশা রাখছে সিআরএস। তারপর আধিকারিকদের মতামত জানা হবে। সবকিছু ঠিকঠাক থাকলে জোকা-তারাতলার পর এই লাইনেও যাত্রী নিয়ে পথ চলা শুরু করবে মেট্রো।
আরেকদিকে, মেট্রো রেল সূত্রে জানা গেছে যে, কলকাতায় ইস্ট ওয়েস্ট মেট্রোর কাজও প্রায় শেষ হয়ে এসেছে। মেট্রো রেলের তরফে জানা গেছে, সব কাজ সমান গতিতে চললে চলতি বছরেই হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড রুটেও মেট্রো পরিষেবা শুরু করে দেওয়া যাবে।