‘উত্তরপ্রদেশ কিংবা দিল্লির হিংসায় এনআইএ দরকার, মোমিনপুরে কেন?’ কেন্দ্র সরকারের বিরুদ্ধে ফিরহাদ হাকিমের তোপ

মোমিনপুরের হিংসার ঘটনায় এনআইএ তদন্তের প্রয়োজন সম্পর্কে ফিরহাদ বলেন, ‘এরকম হলে প্রতিটি পাড়ায় পাড়ায় এনআইএ তদন্তের দরকার।’

কলকাতার মোমিনপুরের অশান্তি নিয়ে সোচ্চার হয়েছেন বঙ্গের একাধিক বিজেপি নেতা। গেরুয়া শিবিরের তরফ থেকে পশ্চিমবঙ্গের আইন-শৃঙ্খলার পরিস্থিতির অবনতির কথা উল্লেখ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে চিঠিও পাঠানো হয়েছে। এরপর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে মোমিনপুরের ঘটনার তদন্তভার নিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে অপব্যবহার করা নিয়ে কেন্দ্র সরকারের বিরুদ্ধে বারবার সরব হয়েছেন ত্ণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার এনআইএ সংস্থাকে অপব্যবহারের অভিযোগ তুললেন রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে কলকাতার মেয়র ববি হাকিম বলেছেন, ‘পাড়ায় একটা পটকা ফাটলেও এনআইএ চলে আসছে। কীভাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অপব্যবহার করা হচ্ছে। মালেগাঁও বোমা বিস্ফোরণে এনআইএ দরকার ছিল। কাশ্মীরে বিভিন্ন বোমা বিস্ফোরণের ঘটনায় এনআইএ দরকার।’ মোমিনপুরের হিংসার ঘটনায় এনআইএ তদন্তের প্রয়োজন সম্পর্কে ফিরহাদ বলেন, ‘এরকম হলে প্রতিটি পাড়ায় পাড়ায় এনআইএ তদন্তের দরকার।’ বিজেপিশাসিত রাজ্য বা অঞ্চলগুলির সাম্প্রতিক ঘটনা সম্পর্কে তাঁর প্রশ্ন, ‘সম্প্রতি উত্তরপ্রদেশ এবং দিল্লিতে যে হিংসার ঘটনা ঘটেছে তাতে এনআইএ দরকার। কিন্তু সেখানে এনআইএ তদন্ত না করে কেন মোমিনপুরে কেন এনআইএ আসবে?’

Latest Videos

কেন্দ্রীয় সংস্থাকে দেশের নিরাপত্তার স্বার্থে আরও বড় কাজে লাগানো উচিত বলে মনে করেন তিনি। বিরোধী দলকে খোঁচা মেরে ফিরহাদের দাবি, ‘বামফ্রন্টের আমলে তিন ঘণ্টা ধরে আমি বোমাবাজি দেখেছি। কিন্তু কই সেই সময় তো এনআইএ আসেনি!’ মোমিনপুরে বড়সড় কিছু হয়নি। শুধু গোষ্ঠীদ্বন্দ্ব হয়েছে বলে জানিয়েছেন মেয়র। তবে, এই ঘটনায় পুলিশের ভূমিকা সংশয় তুলে দিয়েছেন তিনি। তাঁর বক্তব্য, ‘প্রথমে পুলিশের যতটা সক্রিয়তা প্রয়োজন ছিল ততটা দেখায়নি। তবে পরে সক্রিয়তা দেখিয়েছে। বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। প্রথম থেকে পুলিশ সক্রিয় থাকলে এত কিছু হতো না।’ তিনি বলেন, ‘আগে শুনতাম বড় কিছু বিস্ফোরণের ঘটনা ঘটলে এনআইএ আসে। বড় দুর্নীতি হলে সিবিআই আসে। আর এখন সবকিছুতে সিবিআই, এনআইএ আসছে। পটকা ফাটলেও আসছে, পেট্রোল বোমা ফাটলেও আসছে।’


আরও পড়ুন-
মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের নাম করে চাকরি পাইয়ে দেওয়ার টোপ, লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিল প্রতারক
অনুব্রতের দোসর কমলাকান্ত? গরুপাচারের শেকড় খুঁজতে দিল্লিতে ইডির নয়া পদক্ষেপ
মেটা থেকে ছাঁটাই হতে পারেন বিপুল সংখ্যক ভারতীয় কর্মীরাও, ‘আমিই দায়ী’, ভুল স্বীকার করলেন মার্ক জাকারবার্গ

Share this article
click me!

Latest Videos

জঙ্গি গ্রেফতারে কড়া বার্তা মিঠুনের | Mithun Chakraborty #shorts #mithunchakraborty #shortsvideo
চমকে উঠবেন! কৃষ্ণনগর পক্সো আদালতের বড় সাজা ঘোষণা | Nadia Latest News
'যেসব মুসলমানরা হিন্দুদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাঁদেরই পূর্বপুরুষেরা হিন্দু ছিল' বিস্ফোরক অর্জুন
অসমে অ্যাকশন শুরু! খপাখপ শয়তান জঙ্গিগুলোকে ধরল পুলিশ | Murshidabad Latest News | Bangla News
West Bengal-এ জঙ্গিযোগ নিয়ে Mamata Banerjee-কে চরম তুলোধোনা Agnimitra Paul-এর! দেখুন কী বললেন