Amit Shah In Bengal: বছর ঘুরলেই রাজ্যে ছাব্বিশের বিধানসভা নির্বাচন। তার আগে দলকে চাঙ্গা ফের বঙ্গ সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবার কলকাতায় শাহের রয়েছে একগুচ্ছ কর্মসূচি। বিস্তারিত জানতে সম্পূর্ণ গ্যালারি দেখুন…
আটচল্লিশ ঘন্টা আগেই বাংলা থেকে ঘুরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর সফর শেষের মাত্র ৪৮ ঘন্টার মধ্যেই বাংলায় জনসভা করতে এলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মোদীর ডেপুটির সভা ঘিরে বাড়ছে রাজনৈতিক উত্তেজনার পারদ।
28
বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক
শাহের এই বঙ্গ সফরে যেমন রয়েছে একাধিক কর্মসূচি। তেমনই ছাব্বিশের ভোটের আগে রণকৌশল ঠিক করতে রবিবার বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসতে পারেন কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ।
38
নির্বাচনের প্রস্তুতিতে তৎপর বিজেপি
এর আগের লোকসভা থেকে বিধানসভা এবং উপনির্বাচনেও বাংলায় ভালো ফল করতে পারেনি বিজেপি। হারিয়েছে অনেক শক্ত ঘাঁটি। তাই এবার আসন্ন নির্বাচনের আগে কোথায় দলের ফাঁকফোকর রয়েছে তা খুঁজে বের করতে যে তৎপর শাহ তা বলাই বাহুল্য। এক কথায় নির্বাচনের প্রস্তুতি নিয়ে তৎপর বঙ্গ বিজেপি।
রবিবার দুপুরে অমিত শাহ আলিপুরের নেতাজি ইন্ডোরে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে থাকবেন রাজ্য ও জেলা পর্যায়ের বিজেপি নেতারা, মণ্ডল সভাপতি ও মোর্চার পদাধিকারীরা। রাজ্যের ১৩০০টি মণ্ডল কমিটির মধ্যে বেশির ভাগ জায়গায় নতুন কমিটি গঠিত হয়েছে। এর মধ্যে অর্ধেকের বেশি মণ্ডলে নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন। ৪৩টি সাংগঠনিক জেলার মধ্যে ৩৯টিতে সভাপতি ঘোষণা করা হয়েছে, যেখানে ২৮ জনই নতুন। এই সব বিষয় নিয়েই বিস্তারিত আলোচনা হবে শাহি বৈঠকে।
58
শাহকে স্বাগত জানাতে বিমানবন্দরে শুভেন্দু
দীঘায় জগন্নাথ দর্শনের পর থেকেই দলে ক্রমশ ব্রাত্য হয়ে পড়েছেন দিলীপ ঘোষ। শনিবার রাতেই বৃষ্টিস্নাত কলকাতায় আসেন অমিত শাহ। দমদম বিমান বন্দরে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার সহ লকেট, অগ্নিমিত্রা পালরা। তবে দেখা মেলেনি দিলীপ ঘোষের।
68
ভোটের দামামা বাজাবেন শাহ?
রবিবারের বৈঠক থেকে আগামী বছরের বিধানসভা নির্বাচনের জন্য বুথ স্তর থেকে রাজ্য নেতৃত্ব পর্যন্ত দলকে প্রেরণা দেবেন এবং নির্বাচনী কৌশল নির্ধারণ করবেন। এমনটাই রাজনৈতিক মহল সূত্রে খবর।
78
যাবেন বিবেকানন্দের বাড়িতে
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের এই বঙ্গ সফরে রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি উত্তর কলকাতার সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের বাড়িতেও যাওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতায় দুটি বৈঠক এবং স্বামী বিবেকানন্দের বাড়ি ঘুরে বিকেলের ফ্লাইটে ফের দিল্লি রওনা দেবেন শাহ।
88
শাহি বার্তার দিকে তাকিয়ে বঙ্গ বিজেপি
রবিবার দলীয় বৈঠক থেকে কী বার্তা দিতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেই দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। এখন দেখার শাহি সফরে বঙ্গ বিজেপির নেতৃত্ব কতটা চাঙ্গা হয়!