সপ্তাহান্তে ফের সম্পূর্ণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা, কোন রুটে? জানুন এক ক্লিকে

Published : Aug 01, 2025, 04:17 PM IST

Kolkata Metro News: একেই মেট্রোর পিলারে ফাটলের জেরে আংশিক বন্ধ পরিষেবা। তার উপর সপ্তাহান্তে ফের বন্ধ থাকছে কলকাতা মেট্রোরেল পরিষেবা। কোন লাইনে বন্ধ থাকবে পরিষেবা? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি… 

PREV
16
ফের বন্ধ মেট্রো পরিষেবা!

বাদের খাতায় রাখুন উইকএন্ডে মেট্রো চড়ে ঘুরতে যাওয়ার প্ল্যান। কারণ, সপ্তাহান্তে ফের বন্ধ থাকবে মেট্রো পরিষেবা। মেট্রোরেল কর্তৃপক্ষ সূত্রে খবর, রবিবার বন্ধ থাকবে গ্রীন লাইন-২ তে মেট্রো পরিষেবা। ফলে আগামী ৩ অগাস্ট মিলবে না এই রুটে মেট্রো পরিষেবা। 

26
কেন বন্ধ থাকবে মেট্রো?

এই বিষয়ে মেট্রোরেল কর্তৃপক্ষ সূত্রে খবর, আগামী ০৩ অগাস্ট, ২০২৫ (রবিবার) গ্রিন লাইন-২ এর হাওড়া ময়দান থেকে এসপ্লানেড পর্যন্ত অংশে স্বয়ংক্রিয় ট্রেন চালনা (Automatic Train Operation - ATO) পরীক্ষার জন্য সম্পূর্ণ ট্র্যাফিক ব্লক নেওয়া হবে। ফলে ওই দিন মিলবে না কোনওরকম আপ ও ডাউন লাইনে মেট্রো পরিষেবা। 

36
গ্রিন লাইন-২-এ বন্ধ মেট্রো

এর ফলে ওই দিন গ্রিন লাইন-২-এ কোনও মেট্রো পরিষেবা চলবে না। তবে ব্লু লাইন-এর দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত অংশে যথারীতি নিয়মিত পরিষেবা চালু থাকবে বলে জানিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ। 

46
মেট্রো নিয়ে নয়া ঘোষণা

অন্যদিকে, কবি সুভাষ মেট্রো স্টেশনের ভিত্তি নির্মাণে কোনো ত্রুটি নেই বলে জানাল মেট্রোরেল কর্তৃপক্ষ। সূত্রের খবর, সম্প্রতি কবি সুভাষ মেট্রো স্টেশনের ভিত্তি নির্মাণ নিয়ে প্রশ্ন তুলে shallow বা raft foundation ব্যবহারের অভিযোগ করা হয়েছে, যার গভীরতা নাকি মাত্র ১ থেকে ৩ মিটার— এই ধরনের দাবি মেট্রো রেল কর্তৃপক্ষ সম্পূর্ণরূপে খারিজ করেছে। 

56
কবি সুভাষ মেট্রো নিয়ে উদ্বেগ

মেট্রো রেল কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়েছে যে, কবি সুভাষ মেট্রো স্টেশনের ভিত্তি নির্মাণে গভীর পাইল ফাউন্ডেশন ব্যবহার করা হয়েছে, যার পাইলগুলি প্রায় ২২ মিটার গভীর এবং ২ থেকে ৪টি পাইল নিয়ে গঠিত পাইল গ্রুপের মাধ্যমে নির্মাণ করা হয়েছে। 

66
মেট্রোরেলের দাবি

মেট্রো রেল জানিয়েছে যে, সমস্ত নির্মাণ সংক্রান্ত সিদ্ধান্ত বিশদ ভূতাত্ত্বিক তদন্ত এবং আন্তর্জাতিক মানের ইঞ্জিনিয়ারিং গাইডলাইনের উপর ভিত্তি করেই নেওয়া হয়েছে, যাতে স্টেশনের গঠনগত দৃঢ়তা এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা যায়। ফলে কবি সুভাষ মেট্রো স্টেশনে পিলারে ফাটল সংক্রান্ত যে সব গুজব ছড়িয়েছে তা নিয়ে এদিন নিজেদের অবস্থান স্পষ্ট করল মেট্রোরেল কর্তৃপক্ষ। 

Read more Photos on
click me!

Recommended Stories