WB Weather Alert: রবিবার জামাইষষ্ঠী। ছুটির দিনভর কেমন থাকবে বঙ্গের আবহাওয়া? ঝড়বৃষ্টির সম্ভাবনা নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের। জানুন বিস্তরিত সম্পূর্ণ প্রতিবেদন পড়ে… 

WB Weather Alert: কেটে গিয়েছে নিম্নচাপের প্রভাব। সকাল থেকেই রৌদ্রজ্জ্বল আবহাওয়া। রবিবার জামাইষষ্ঠীতে কেমন থাকবে বঙ্গের আবহাওয়া? বিস্তারিত জানতে সম্পূর্ণ প্রতিবেদন পড়ুন। আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, আপাতত দক্ষিণবঙ্গে স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি সম্ভাবনা। আগামী তিন চার দিনে চার পাঁচ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে। বাতাসে জলীয় বাষ্প থাকায় অস্বস্তি বাড়বে। জানা গিয়েছে, দশদিন আগেই বর্ষা উত্তরবঙ্গে প্রবেশ করেছে। অনুকূল পরিস্থিতিতে এগোচ্ছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। আরও কিছুটা এগিয়ে বাংলা বিহার ওড়িশা সিকিম রাজ্যে ঢুকে পড়েছে বর্ষা। মৌসুমী অক্ষরেখা পশ্চিমে মুম্বাই অহল্লা নগর আদিলাবাদ ভবানিপাটনা, পুরি ও হ্যান্ডহেল্ড আইল্যান্ড হয়ে পূর্বে বালুরঘাট পর্যন্ত বিস্তৃত বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipur Metrological Department)।

কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া (WB Weather Alert):-

হাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণবঙ্গে রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোনিটার গতিবেগে ঝোড়ো বাতাস বইতে পারে। এছাড়াও সোমবার অর্থাৎ ২ জুন পর্যন্ত বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে হালকা ঝড়ো বাতাস বইতে পারে। বাড়বে দক্ষিণবঙ্গের তাপমাত্রা।

সর্বোচ্চ তাপমাত্রা চার থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বিভিন্ন জেলাতে। জুন মাসের প্রথম সপ্তাহে অর্থাৎ মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা রয়েছে। গরম ও শুষ্ক আবহাওয়া সঙ্গে বাতাসে জলীয় বাষ্প থাকায় বাড়বে আদ্রর্তাজনিত অস্বস্তি।

রবিবার কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া (North Bengal Weather Alert):-

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, রবিবারও উত্তরবঙ্গে বাড়বে বৃষ্টি। উত্তরপ্রদেশে জোড়া ঘূর্ণাবর্তের কারণে রাজস্থান ও পাঞ্জাবের উপর সক্রিয় ঘূর্ণাবর্ত। পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে জম্মু-কাশ্মীর লাদাখ সহ সংলগ্ন উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়। এর প্রভাবে দশদিন আগেই বর্ষা উত্তরবঙ্গে। অনুকূল পরিস্থিতি তে এগোচ্ছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। রবিবারেও ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা থাকবে দার্জিলিং কালিম্পং জেলাতে বৃষ্টি বেশি হওয়ার আশঙ্কা। বাকি জেলাতে বৃষ্টির সম্ভাবনা কম। রবিবারের পরেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। জুন মাসের প্রথম সপ্তাহে ভারী বৃষ্টির আশঙ্কা কম থাকবে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা।

কেমন থাকবে কলকাতার আবহাওয়া (Kolkata Weather Forecast):-

রবিবার কলকাতায় আংশিক মেঘলা আকাশ। বেলা বাড়লে গরম এবং অস্বস্তি বাড়বে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি রয়েছে। একই সঙ্গে

বজ্রবিদ্যুৎ সহ দু এক পশলা হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। আপাতত দক্ষিণবঙ্গে স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি সম্ভাবনা। আগামী তিন চার দিনে চার পাঁচ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে। বাতাসে জলীয় বাষ্প থাকায় অস্বস্তি বাড়বে।

কলকাতার তাপমাত্রা (Kolkata Weather Temperature):-

আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি। শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৭৬ থেকে ৯৭ শতাংশ।

ভিনরাজ্যের ওয়েদার আপডেট জানুন...

প্রবল বর্ষণের আশঙ্কা রয়েছে অসম এবং মেঘালয়ে। অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, উত্তরবঙ্গ ও সিকিমে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। ভারী বৃষ্টি হবে কর্ণাটক, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, তামিলনাড়ু, পন্ডিচেরিতে। এছাড়াও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে- জম্মু ও কাশ্মীর, লাদাখ, মুজাফ্ফরবাদ, কেরল ও গোয়াতে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।